Church

 

৪০০ বছরের পুরনো একটি গির্জা পানির নিচ থেকে ভেসে উঠেছে দক্ষিণ মেক্সিকোর  চিয়াপাসে। ধারনা করা হচ্ছে ১৬০০ শতকে এই গির্জাটা বানানো হয়েছিল। কিন্তু ইতিহাসবিদরা বলছেন, এই এলাকায় গির্জা তৈরী করার মত  জনসমাগম অতীতে কোনওদিনই হয়নি।

তার উপর পানির একেবারে কাছে অবস্থিত হওয়ায় গির্জাটি ডুবে যায়। কিন্তু এবার খরার কারণে পানির স্থর ওই এলাকায় প্রায় ৮২ ফুট নেমে গিয়েছে। আর এর ফলেই এতদিন পর পানির নিচ থেকে মাথা তুলে দাড়িয়েছে আস্ত এই গির্জাটি। 

ইতিহাসবিদরা বলছেন, এর আগেও একবার ভেসে উঠেছিল ওই গির্জাটি। কিন্তু সংরক্ষণের অভাবে সেটা ফের পানির নিচে তলিয়ে যায়। 

দীর্ঘ দিন বাদে আবার মাথা তুলে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে এই গির্জাটি। 

লেখক পরিচিতি
অচলা
Author: অচলা
জন্মের পর থেকেই যার চারপাশে দাগ দিয়ে চলার সীমানা এঁকে দেয়া হয়েছে, বিধি-নিষেদের প্রাচীরের অভ্যন্তরেই পার হয় যার জীবন, সেই বাঁধার দেয়ালকে ভেঙে দেয়ার ইচ্ছাতেই সমমনা লোকদের যাতয়াত ক্ষেত্র বাংলা ব্লগ জগতে অচল পথিক ‘অচলা’ র পথচলা।
আমার ব্লগ সমুহ:

আপনার মতামত দিন