নেংটীর হাতছানী আব্দুল হান্নান ফেসবুক টুইটার ইমু আর ম্যাসেন্জার সার্চে আছে গুগোল, বুড়া বুড়ি ছোড়াছুড়ি এদের পিছে দৌড়াদৌড়িতে পয়মাল। বিবেক আঙ্গুলের একটু ইশারাই যখন মনে যা করতে চাই আপন হাতের মুঠোয় করে গোটা বিশ্বটাকে এরা দেখতে পায়।বিজ্ঞান বিধাতার বড় প্রতিদান, আমরা রাখছিনা এর মান, মানুষ্যত্ব হারিয়ে আমরা অজানা গন্তব্যের দিকে ধাবমান। পরকিয়া,ধর্ষন প্রতারনার ফাঁদ সংসার ভাঙ্গা মানুসিক চাপ, নানা অপরাধের মাত্রা বাড়িয়ে দিচ্ছে ফ্রি এমবিতে এক ধাপ। এখন আর হয়না স্বামী স্ত্রীর সেই কাংখিত গল্প গাঁথার কথা, সবাই এখন মিছে নেংটীর পিছে কেউ বোঝেনা কারো ব্যাথা। ব্যস্ততা শেষে বিছানায় এসে দুদিকে ফিরে মোবাইল ঘষাঘষি, বলে সন্তান কেনো ঘরকুনে হলো এর জন্য খোজো এখন ঋষি। কিছুক্ষন পর চোখ ডলাডলি লেগেছে ভাইরাসের হাতছানী, আসল কথা যখন কেউ বলে তখন হয়ে যায় বড় অভিমানী। কোথায় হারিয়ে গেল নব বধুর ভাংগ ভাংগা হাতের চিঠি লেখা , অধির আগ্রহে মনের সংগোপনে যাতে থাকতো আবেগ মাখা। কোথায় হারিয়ে গেল চিঠির ফাইল যা রাখতাম বড় যতনে, বার বার খুলে খুলে দরজা বন্ধ করে পড়তাম মনে মনে। হারিয়ে গেল অপেক্ষা প্রহরের স্নেহ প্রেম প্রীতি ভালবাসা। অতল গহ্বরে সব হারিয়ে যাচ্ছে নাই কিছু ফেরার আশা।
আপনার মতামত দিন