বাংলার পতাকায় ৯ হান্নান বাংলার পতাকায় দেখা যায় কিরে ? দেখ দেখ চেয়ে, রক্তে রন্জিত সংগ্রামী ভায়েরা আছে যে, ওতে শুয়ে। মনে হয় যেন নব শস্যের মাঝে উদিত নব রবি, না না সে তো রবি নয় শহীদি ভাইদের প্রতিচ্ছবি। ও যে সন্তান হারা মায়ের চোখের বেদনা বিদুর জ্বল, ধরেছি ওকে ধরনী বুকে করেছি রক্ত বদল। আ হা সোনার ভায়েরা কোথায় তোমরা এই তোমাদের ছবি, লুকিয়ে আছ বুঝি বাংলার পতাকায় রক্ত মেখে সবি ? কাঁদিতেছে সেই দুখিনী মাতা বল কত দেব সান্তনা ? পতাকা থেকে নেমে এসে একবার ঘুচাও মায়ের যন্ত্রনা। ঘরে ঘরে আজ তোমাদের নাম ওহে সংগ্রামী নিশান, সবুজের মাঝে লাল হয়ে বুঝি দিয়েছ মহা প্রান। ক্ষমা করে দিও সোনার ভায়েরা কত করি তোমাদের অপমান, নাড়ী ছেড়া ধন তোমরা মোদের করি যেন সদা সম্মান। ধন্য ধন্য জীবন তোমাদের ধন্য সে মায়ের উদর, ধন্য তোমাদের শহীদ ধন্য মহা সমর।।
আপনার মতামত দিন