ফেরাউন হান্নান মিশর দেশে ছিল এক বড় নাফার মান, গোরস্থানের দারগা তাই বড় অতিমান। গোরস্থানে মুর্দা গেলে তবেই কড়ি পাই, সেই কড়িতে কোন মতে সংসার চালায়। এক মড়কে লাখে লাখে মানুষ ম্যোলো ভাই, দারোগার এবার আর খুশির সীমা নাই। রেট বাড়ালো মুর্দানিল, কোটি টাকার মালিক হলো। রাজার হাতে হাত মিলালো, উজিরের ভার বুঝে নিল। কদিন পরেই রাজা মলো, দারোগা এবার ফেরাউন হলো। ফেরাউনের কারবার বুঝা অতি ভার, কদিন পরে করলো দেখি খোদা দাবীদার। ঐ যামানায় ছিল আবার মুসা অবতার। নির্দেশ নামা দিলেন প্রভূ মুসারে, অতিব ত্বরা যাও ফেরাউন দরবারে। শতবার বুঝায়েও বুঝ মানেনা, নিজেকে ছাড়া কারো খোদা মানেনা। বিদ্রোহ করলো সে মুসার সথে, আবশেষে ডুবে মলো নীল দরিয়াতে।
আপনার মতামত দিন