2> অমর বাঙালী

হান্নান

স্বাধীন দেশের মানুষ মোরা গড়বো নব প্রাণ,
মাতৃভূমীর জন্য রক্ত করবো মোরা দান।।
সদা মুক্ত রাখবো মোরা মুখ করবো উজ্জল,
দেশের জন্য সদা সর্বদা থাকবো গো সবল।।
বিশ্বাস ঘাতকদের পতন করবো বাংলার জমিনে
ভাতৃত্বের বাঁধনে বাঁধিত হবো সবুজের লাল নিশানে।
অসহায় আর মজলুমের পাশে থাকবো মোরা সর্ব্þন,
মনের বেদনা বুঝবো মোরা করবো আত্ন দান।
জন্ম নিয়েছি বাংলার বুকে হয়ে বাঘা বাংগালী,
জুলুম আর সন্ত্রসীদের করবো মোরা খালী।
আমার ভায়েরা রক্ত দিয়েছে স্বাধীনতা সংগ্রামে
তাইতো সবাই মুক্ত হয়েছি ফিরেছি সোনার আশ্রমে
আমরা যাদের বিশ্বাস করেছি তারাই অবিশ্বাসী
‌ঝঁপটে ধরে তাদের গলে পরাবো এবার ফাঁসী।
এরা ছদ্দবেশি আর কলমের আগাই করেছে রাহাজানী,
এরাই চামচা এরাই দালাল সবই এরা এরাই আবার খুনী,
এদের বিচারে করবো মোরা যাত্রা মোদের দুর্বার,
অসত্য থেকে সত্য আসতে ভয় কেন হে যাযা বর।।

আপনার মতামত দিন