primary class 5

এবারেও প্রাথমিক শিক্ষা সমাপনি ২০১৪ পরীক্ষার প্রশ্ন পত্র পরীক্ষার কয়েকদিন আগেই ফাঁস হল !!

কেউ কি বলতে পারবেন গত ৬/৭ বছরে কোন পাবলিক পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁস হয়নি? ছোট ছোট কোমলমতি অবুঝ শিশুরা তাদের শিক্ষা জীবনের প্রথম ধাপটিই অতিক্রম করছে ’পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁস’ নামক রাষ্ট্রীয় ও জঘন্য দুর্নীতির হাত ধরে।

জতিকে কাগজে কলমে A++ মেধাবী করতে সরকার ও মহান সফল শিক্ষা মন্ত্রী দেশের অবুঝ শিশুদের মেধাকে ও তাদের কোমল নীতি বোধকে গলা টিপে হত্যা করে পরীক্ষার ফলাফলে পাশের বন্যা বইয়ে দিয়েে আমাদের A++মেধাবী দেশে ও বিদেশে বাহবা কুড়াতে মরিয়া। সরকার ও শিক্ষা মন্ত্রনালয়ের লোকজন দুর্নীতি-ক্ষমতার লোভে রুগ্ন ও অন্ধ হয়ে ICU এ লাইফ সাপোর্টে থেকে দেশ চালাচ্ছে। আর তাদের এই রোগ দেশের লাখো কোটি ছোট বড় নিস্পাপ ছাত্র-ছাত্রীর মাঝে এইডস ও ক্যান্সার আকারে ছড়িয়ে দিচ্ছে।

আগেও অনেক তদন্ত হয়েছে, ভবিষ্যতেও হবে। আপনারা নিশ্চিত থাকেন কোন দিন এদের বিচার হবে না। জাতির ভাগ্য যদি কিছু হয় তা হতে পারে আইওয়াস।

সত্যিকার অর্থে এই ভূত তাড়াতে যে সরিষা ব্যবহার করা হচ্ছে সেই সরিষাতেই আসল ভূত।

আমরা শিক্ষিত জাতিতে পরিনত হতে বেশি দেরী নেই। সংগ্রামী সরকার আমাদেরকে হাতে হাতে ফলাফল দেখাচ্ছে। বুড়োগুলি মরলেই পৃথিবীতে আমরা ১০০০% শিক্ষিত জাতি।

জাতিকে কি এভাবেই শিক্ষিত করার সপ্ন দেখেছিলেন জাতির জনক?

যারা এখনো প্রশ্নপত্র পাননি তাদের বলে রাখি ফেইসবুক জাতীয় সামাজিক সাইটগুলিতে খুঁজলেই প্রশ্ন পাওয়া যাবে। কেউ আবার বিজ্ঞাপন দিয়ে বিনামূল্যে বিতরন করছেন।

প্রশ্ন পাওয়ার আগে ও পরে আমাদের প্রিয় নাহিদ স্যার ও দেশরত্না সু-সফল প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করতে ভূলবেন না। পারলে তাদেরকে A++ পাওয়ার আগাম রসমলাই পাঠিয়ে দিন।

তারাই তো আমাদের সেবায় এই কাজগুলি করেছেন... । আল্লাহ তাদের লাখো-কোটি বছর হায়াৎ দিন....। সবাই বলুন আমীন......।

primary education

লেখক পরিচিতি
এম, এইচ, মিনহাজ
আমি বিভিন্ন বাংলা/ইংরেজী ব্লগের একজন অনিয়মিত এবং সখের ব্লগার। তবে নিয়মিত লেখার ইচ্ছে থাকলেও অনিয়মিত ভাবেই পাঠকদের বিরক্ত করে থাকি। আমার লেখার বিষয়বস্তু- যা মনে আসে তাই। কারও কাছ থেকে বাহবা পাওয়ার জন্য লিখি না। কেউ আমার লেখা পছন্দ করলে খুশি হই তবে অপছন্দ করলেও লেখালেখি বন্ধ করার কোন অবকাশ নেই, কারন আমি একান্ত সখের বশেই লেখালেখি করি।
আমার ব্লগ সমুহ:

মন্তব্যসমুহ  
mofazzal
-2 # mofazzal 2014-11-24 07:18
trickbd.com
প্রতিউত্তর
Kazi hasan al mahmud
+3 # Kazi hasan al mahmud 2014-11-24 12:49
আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা যে শেষ পর্যন্ত কোন পর্যায়ে দাড়ায়। কে জানে।
প্রতিউত্তর
Rasel
-1 # Rasel 2014-11-24 18:54
It's destroying our backboan of education. So sad.
প্রতিউত্তর
SulovBD.Com
+1 # SulovBD.Com 2016-03-19 17:26
Good post. Visit My Site SulovBD.Com
প্রতিউত্তর
আপনার মতামত দিন