আমি অক্ষরে পড়েছি মূল্যবোধ,বাস্তবে দেখিনাই, আমি অক্ষরে পড়েছি চেতনা,বাস্তবে পাইনাই। মোরা কেন শুধু শুধু মূল্যবোধের গান গাই? মোরা কেন শুধু চেতনার নাম বাতলাই? চেতনা,মূল্যবোধ শুধু মুখের বুলি ছাড়া কিছু নয়, মূল্যবোধ, চেতনা আজ ব্যক্তি ক্যারিয়ারে।

মূল্যবোধ আজ হাতের টিস্যু পেপার ছাড়া কিছু নয়, চেতনা আজ ধান্দাবাজদের কিছু মুখের বুলি। রন্ধে রন্ধে মানুষের হাহাকার আর আর্তনাদ, রাজপথ হতে ধেয়ে আসছে দূরবৃষ্ট মনুষ্য গন্ধ, বৃদ্ধাশ্রম ভেসে যাচ্ছে বুকভরা বেদনার আঁখিজ্বলে, জ্ঞানীর চোয়ালে গন্ডমুর্খের থাপ্পড়, অফিসে অফিসে চলছে ঘুষ আর টিয়ে ডিয়ের হাতছানী।

ঘর সাজানো,বৌ এর গলা,মেয়ের নলা সাজানোই ব্যস্ত,ওদের কাছে চেতনা মূল্যবোধ মূল্যহীন। কোথায় মূল্যবোধ, কোথায় চেতনা? কৈ কৈ? এই সমস্ত বুলি দিয়ে মূল্যবোধ চেতনা জাগ্রত হয়না, মূল্যবোধ চেতনার জন্য মানুষ্যত্বের প্রয়োজন। সে মানষ্যত্ব আমরা হারিয়ে ফেলেছি। চেতনা মূল্যবোধের বৃক্ষটিই শুধু, আছে দেখি দাঁড়িয়ে।


আপনার মতামত দিন