আজেন্টিনা একটি স্বাধীন সার্বভৌম দেশ, যার ভৌগোলিক অবস্থান দক্ষিন আমেরিকায়। বিশ্ব রাজনীতিতে এদের অবদান খুবই সামান্য। বানিজ্যিক ভাবেও বিশ্ব বাজারে এদের এত পরিচিতি নেই। তাদের বিশ্ব নন্দিত ফুটবল দল বিগত ১৯টি আসরের মধ্যে বিশ্বকাপ ফুটবল ফাইনালে জয় পেয়েছে মাত্র দুইবার। যা ঢাক-ঢোল বাজিয়ে বলার মত কিছু না।  

 

কিন্তু সূর্যকে কখনো মেঘ দিয়ে ঢেকে রাখা যায় না। আর্জেন্টিনার ফুটবল জ্যোতিকেও ঢেকে রাখতে পারেনি খেলার মাঠে গায়ের জোড়ে ফুটবল দল নামে রেসলিং করতে নামা দেশগুলি বিশ্বকাপ ট্রফি নামক মেঘ দিয়ে।

 

আর্জেন্টিনা ফুটবল দল নন্দিত ফুটবল শিল্পের মাধ্যমে আলোর জ্যোতি ছড়িয়ে আজও বিশ্বের ৬শ কোটি মানুষের বুকে তাদের নামটি চির স্থায়ী ভাবে গেঁথে দিয়েছে। এবং গত পাঁচ দশক ধরে বিশ্ব ফুটবলে জনপ্রিয়তায় এক অপ্রতিদন্ধি নাম হয়ে আছে আর্জেন্টিনা।  

 

কোন কোন দল এখন পর্যন্ত ৪/৫ বার বিশ্বকাপ নিলেও বিশ্ব ফুটবল প্রেমিকদের হৃদয়ে নন্দিত ফুটবল দল হিসেবে সবসময় আর্জেন্টিনার নামই লেখা থাকে।  

 

বিশ্ব ফুটবলে যদি জনপ্রিয় ফুটবল দলগুলির জনপ্রিয়তার মান গ্রাফ-চিত্রে দেখানো হয় তাহলে আর্জেন্টিনার নিকটতম প্রতিদন্ধি দলগুলির অবস্থায় হবে আর্জেন্টিনার হাটুর নিচে।  

 

আর্জেন্টিনা পূর্বে দুইবার তাদের নান্দনিক ফুটবল যাদুর মাধ্যমে বিশ্বকাপ ট্রফি জয় করতে সক্ষম হয়েছিল। এবার ২০১৪ সালে বিশ্বফুটবলের ২০তম আসরে ফুটবল প্রেমি শতকোটি দর্শক অপেক্ষায় রয়েছে আজেন্টিনার স্বাপ্নিক তুলিতে আঁকা শৈল্পিক ফুটবল শিল্প দেখার জন্য। আর এ রঙিন আসরে কল্পনার রঙ ছড়াবে ভিনগ্রহের শিল্পী ফুটবল যাদুকর লিনেল মেসি এটাই সবার প্রত্যাশা।

argentina

লেখক পরিচিতি
এম, এইচ, মিনহাজ
আমি বিভিন্ন বাংলা/ইংরেজী ব্লগের একজন অনিয়মিত এবং সখের ব্লগার। তবে নিয়মিত লেখার ইচ্ছে থাকলেও অনিয়মিত ভাবেই পাঠকদের বিরক্ত করে থাকি। আমার লেখার বিষয়বস্তু- যা মনে আসে তাই। কারও কাছ থেকে বাহবা পাওয়ার জন্য লিখি না। কেউ আমার লেখা পছন্দ করলে খুশি হই তবে অপছন্দ করলেও লেখালেখি বন্ধ করার কোন অবকাশ নেই, কারন আমি একান্ত সখের বশেই লেখালেখি করি।
আমার ব্লগ সমুহ:

মন্তব্যসমুহ  
জয়ন্ত
+2 # জয়ন্ত 2014-06-01 02:21
দিয়েগো ম্যারাডোনার কাঁধে ভর করে আর্জেন্টিনা পৌঁছেছিল এক অন্যান্য উচ্চতায়। এবাররের কান্ডারী মেসি কী করতে পারে সেটিই এখন দেখার বিষয়।
প্রতিউত্তর
আপনার মতামত দিন