Google Domain Registrationইন্টারনেটে অনুসন্ধান সেবাদাতা গুগল এবার ডোমেইন বিক্রির ব্যবসা করার পরিকল্পনা করেছে। প্রতিষ্ঠানটি শিগগিরই ডোমেইন রেজিস্ট্রেশন সেবা উন্মুক্ত করতে কাজ করে যাচ্ছে। গতকাল সোমবার ‘গুগল ডোমেইনস’ নামে একটি প্রকল্প পরীক্ষামূলকভাবে উন্মুক্ত করেছে গুগল কর্তৃপক্ষ। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল। ‘গুগল ডোমেইনস’ সেবাটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে গুগল কর্তৃপক্ষ। গুগল ডোমেইনস থেকে কাস্টমাইজড ইউআরএল কেনা, বিনামূল্যে ব্যক্তিগত ডোমেইন রেজিস্ট্রেশন ও ইমেইল ফরোয়ার্ডিং সেবা পাওয়া যাবে। এ ছাড়াও এই সার্ভিসটির মাধ্যমে ১০০টি সাব-ডোমেইন সমর্থন সুবিধাও পাওয়া যাবে। অবশ্য ডোমেইন রেজিস্ট্রেশন নিয়ে কাজ করলেও মূল হোস্টিং সুবিধা নিয়ে কাজ করবে না গুগল। বর্তমানে গুগলের পরীক্ষামূলক এই সেবাটি কেবল আমন্ত্রণ পেলে তবেই ব্যবহার করা যাবে। ডোমেইন রেজিস্ট্রেশনের জন্য বছরে খরচ হবে ১২ মার্কিন ডলার। বাজার-গবেষকেরা বলছেন, ডোমেইন রেজিস্ট্রেশন বাজারে গুগল এলে তা বর্তমানে এক্ষেত্রে শীর্ষ প্রতিষ্ঠান গোড্যাডির জন্য হুমকি হয়ে দাঁড়াবে। বিস্তারিত জানা যাবে এই লিংক থেকে https://domains.google.com/about/


আপনার মতামত দিন