mental depআমাদের হাত-পা, শক্তি ও ক্ষমতা অদৃশ্য সুতায় বাঁধা। হাত থাকলেও লিওনার্দো দ্যা ভিঞ্চি হতে পারি না, গলা থাকলেও তানসেন হওয়া যায় না, মাথা থাকলেও আইনষ্টইন সবাই হতে পারবে না।


তবে সবার মাঝেই স্রষ্টা প্রদত্ত কোন না কোন শক্তি, প্রতিভা আছে, সেটাকেই যথপোযুক্ত ভাবে কাজে লাগিয়ে সবাইকে নিজের মত হওয়ার চেষ্ঠা করা উচিত যেটা সম্ভব।


অসম্ভবকে সম্ভব করার চেষ্ঠা করা আর বাতাসের গলায় দড়ি লাগানোর চিন্তা একই জিনিস। আইনষ্টাইনের মাঝে রাষ্ট্র প্রধান হওয়ার যোগ্যতা ছিলনা, নেপোলিয়ানের মাঝেও ছিল না বিজ্ঞানী হওয়ার গুনাবলী, আবার বহুমুখী প্রতিভা সম্পন্ন এরিষ্ট্যাটল, সক্রেটিসের মাঝেও সংগীত চর্চার ইতিহাস খুঁজে পাওয়া যায় না।


সবাই পৃথিবীতে আসে নির্দ্দিষ্ট বিশেষ দায়িত্ব ও প্রতিভা নিয়ে। সেই প্রতিভার যথাযথ বিকাশ না হলে তার জন্মই হয় অর্থহীন আর সে হয়ে যায় পৃথিবীর বোঝা।


যে সন্তানের মাঝে সাহিত্যিক হওয়ার প্রতিভা আছে তাকে ডাক্তার বানানোর দিকে ঠেলে দিলে জাতি একজন সাহিত্যিক হারাবে এবং কাঙ্খিত ডাক্তারও পাবে না।


ম্যারাডোনাকে বক্সার আর মোহাম্মদ আলীকে ফুটবলার বানানোর চেষ্ঠা করলে একজন কিংবদন্তী ফুটবলার এবং বক্সার দুটুই হারাতাম।


তাই সবাইকে নিজের মাঝে থাকা সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে নিজেকে যথাস্থানে প্রতিষ্ঠিত করা উচিত। এতে করেই শুধু মেধা, যোগ্যতা ও প্রতিভার মৃত্যুর পথ বন্ধ হবে।

বিষয়টি ছাত্র-ছাত্রীদেরকে যেমন ভেবে দেখা উচিত তেমনি করে আরো বেশি ভেবে দেখা উচিত অভিবাকদের যারা সন্তানের মঙ্গলের কথা চিন্তা করে কোমলমতি মেধাবী শিশুদের উপর অসামঞ্জস্য সিদ্ধান্তের বোঝা জোর পূর্বক চাপিয়ে দেন।

লেখক পরিচিতি
এম, এইচ, মিনহাজ
আমি বিভিন্ন বাংলা/ইংরেজী ব্লগের একজন অনিয়মিত এবং সখের ব্লগার। তবে নিয়মিত লেখার ইচ্ছে থাকলেও অনিয়মিত ভাবেই পাঠকদের বিরক্ত করে থাকি। আমার লেখার বিষয়বস্তু- যা মনে আসে তাই। কারও কাছ থেকে বাহবা পাওয়ার জন্য লিখি না। কেউ আমার লেখা পছন্দ করলে খুশি হই তবে অপছন্দ করলেও লেখালেখি বন্ধ করার কোন অবকাশ নেই, কারন আমি একান্ত সখের বশেই লেখালেখি করি।
আমার ব্লগ সমুহ:

মন্তব্যসমুহ  
সোহাগ
+3 # সোহাগ 2016-02-06 22:01
নবম শ্রেনীতে আমি কমার্সের ছাত্র ছিলাম। পরীক্ষার জন্য স্যার আমাদের সবাইকে ইংরেজী "Aim in life" রচনা শিখিয়েছিলেন। রচনার বিষয়বস্তু ছিল লেখাপড়া করে আমি একদিন বড় ডাক্তার হব। দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিব। হা হা হা। আমার মত যারা ছিল তারা বড় হয়ে চার্টার একাউন্টেন্ট, দানশীল ব্যবসায়ী হতে পারত তাদের এমন স্বপ্ন হয়ত তখন অঙ্কুরেই মারা গিয়েছিল নিজের অজান্তেই।
প্রতিউত্তর
আপনার মতামত দিন