প্রতীক্ষার প্রহর ভেঙ্গে
যদি সে ফিরে কোন বৈশাখে
লাল সবুজে সেজেগুজে;
স্রোতস্বীনীর ধারা বইবে
চৌচির বুকের মাঝে!
 
গাংয়ের পাড়ে সবুজ ঘাসে
নীলাকাশের চাদোয়ায়!
তাঁর  সাদা রুমাল উড়াবো
আকাশের ঠিকানায়!
 
হাতে হাত ধরে নাচবো গাইবো
দুরন্ত মাতাল হাওয়ায়;
পাঁজা কোলে তাঁকে ঘুরাবো
পড়ন্ত বিকেল বেলায় !
 
স্বর্ণচাঁপা হাতে গুঁজে দিব
হাটু গেড়ে রাজকীয় কুর্নিশে!
আড়াআড়ি বসবো ঘেষে
কোমল জমিন ভালবেসে!
 
কৃঞ্চচূড়া খোঁপায় গুঁজবো
সুনিপুণ অঙ্গুলি সঞ্চালে!
প্রণয়ের সপ্ত সুর সাধবো
নীল টিপ এটে কপালে!
 
শত সূর্যের বর্ণালী রশ্মি
ঠিকরাবে সজনীর ঠোঁটে!
মনের ভুবন ঝলমলাবে
অমানিশা যাবে কেটে!
 
কাঁচা মিঠা আম খাওয়াবো
সিনাইয়ে ছিলে ছিলে!
মুখ বাঁকিয়ে জিভে তুড়ি দিবে
টকের আস্বাদ পেলে!
 
আকাশ পানে চোখ তুলে
আহলাদে ঢলবে কোলে!
গোধূলি লগ্ন সাক্ষী রইবে
তারা উদ্ভাসের কালে!
 
মাথা নুইয়ে কানাকানিতে
বলবো মনের কথা!
বিশ্ব ভুবন নিরব হয়ে
দেখবে মিলন গাথা!
 
জ্বোনকীর মিষ্টি আলোয়
সাজবে অনন্য সে বাসর।
পাতার মর্মর সুরের লহর
অন্তরে হারাবে অন্তর!
 
তনু-মন-প্রানে বইবে
স্বর্গসুখের হাওয়া;
মনের পানশী নিরুদ্দেশে
স্বপ্নালোকে যাবে খোওয়া!
 
 
কাব্যগ্রন্থঃ আলো-ছায়া
শাওনাজ, উত্তরখান, ঢাকা।
১৭ জুন ২০২১

129594357 4527193953974964 5342844361538708915 n

লেখক পরিচিতি

আপনার মতামত দিন