এক খন্ড মেঘ এবং ঢেকে যাওয়া সূয জাজাফী সূযর্টা আড়াল করে দাড়াল এক খন্ড মেঘ মূহুর্তে অন্ধকারে তলিয়ে গেল পৃথিবী তুমি তোমার অন্দরে তখন মখমলি বিছানায় আমি নিরুপায় অন্ধকারে দিগভ্রান্তের মত ছুটি কোন কিছুই দেখতে পাইনা। মেঘটা বড় জ্বালাচ্ছে ইদানিং সূযর্টা ঢেকে দিয়ে যে আলোয় গোটা পৃথিবী আলোকিত এবং যে আলোতে আমি কবিতা লিখি সূযর্টা মেঘে ঢাকা থাকলে সেই অন্ধকারে সব কিছু বন্ধ। প্রতীক্ষিত পথিক হয়ে মেঘে ঢাকা সূযের দিকে তাকিয়ে থাকি মনে মনে বলি মেঘ সরে যাও আমার কথা শুনেই বোধহয় মেঘ আরো ঘনীভুত হয় আরও অন্ধকারে ছেয়ে যায় পৃথিবী তবুও আমি চোখ সরাইনা। তখনো চোখটা মেঘের দিকে সূযর্টা তখনো ঢাকা পড়ে ছিল কিন্ত হঠাৎ আমার চারপাশ আলোকিত হয়ে গেল সূযের আলোর চেয়ে মোহনীয় সে আলো চন্দ্রের আলোর চেয়ে স্নিগ্ধ এবং সতেজতায় ভরা। চাদঁ নেই, সূযর্টাও মেঘে ঢাকা তারপরও আমাকে ভাবতে হয়নি আলোর উৎস নিয়ে অন্দরমহল থেকে তুমি বাইরে এসেছ সেই তোমার আলোতে আলোকিত সবকিছু। তোমাকে একপলক দেখার জন্য মেঘের সাথে যুদ্ধ করে অবশেষে সূযর্টাও বেরিয়ে এলো আর সেই পরাজয়ে কেদেঁ উঠলো মেঘ সেই কান্নার জল কণা আমাদের শীতল পরশ দেয়া রিমঝিম বর্ষা।


আপনার মতামত দিন