বায়ু দুষন সহ সকল ধরনের পরিবেশ দুষন যে আমাদের শরীরের জন্য ক্ষতিকর এটা আমরা সবাই জানি। কিন্তু কোন ধরনের দুষনে আমাদের শরীরের কিভাবে কতটা ক্ষতি করে সেটা কি আমাদের সবার জানা আছে? দুষন মানব দেহের ফুসফুসের কিভাবে ক্ষতি করছে ভারতের এক গবেষক এ সংক্রান্ত দুটি ফুসফুসের ছবি প্রকাশ করেছেন যা দেখলে সত্যিই গা শিহরে উঠে। নিচের দুটি ফুসফুসের ছবির দিকে ভাল করে লক্ষ্য করুন, আর এ সংক্রান্ত বর্ননা নিচে দেয়া হল-

human launch alormela

►মানুষের ‪‎ফুসফুসের‬ ছবি দুটির দিকে লক্ষ্য করুন। ভারতের একজন বিখ্যাত ডাক্তার Dr Naresh Trehan ছবি দুটি তুলেছেন।

►বামপাশের পরিষ্কার ছবিটি ভারতের ‪হিমাচল‬ প্রদেশের ৫৫ বছর বয়সী ব্যাক্তির। আর ডান পাশের দুষিত ও বিভৎস ছবিটি ‪‎দিল্লীর‬ ৫২ বছর বয়সী একজন ব্যাক্তির।

►দিল্লীর প্রচন্ড বায়ু দষনের কারনেই ডানের ৫২ বছর বয়সী ফুসফুসের ছবিটি এরকম দুষিত ও বিভৎস। অথচ বৃক্ষরাজী ঘেরা হিমাচলের বাম পাশের ফুসফুসের ছবিটি ৫৫ বছর বয়সেও কত সজীব।

►ভারতকে নিয়ে ভাবা তো আমাদের কাজ না। তবে ভেবে দেখুন আমাদের ‪ঢাকা‬ শহরে দুষনের পরিমান আরো বেশী। বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার স্থান সবার উপরে। তাহলে ঢাকাবাসীদের ফুসফুস কেমন আছে সেটা বোধ হয় ‪‎আল্লাহই‬ ভাল জানেন।

►তাই ঢাকা কে দ্রুত দুষনমুক্ত করার জন্য ব্যবস্থা নিতে এবং নতুন বিস্তার লাভ করা শহরগুলির জন্য এখনি পরিকল্পনা গ্রহন করা উচিত সংশ্লিষ্ট কতৃপক্ষের।

 


আপনার মতামত দিন