virtual credit cardsবিভিন্ন ধরনের মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ) অনলাইন বাজারে ছাড়ার জন্য বিশ্বখ্যাত অ্যাপ স্টোরে নির্দিষ্ট অর্থের বিনিময়ে নিবন্ধিত হতে হয়। এ অর্থ দেওয়ার সুবিধা না থাকায় বাংলাদেশের ব্যক্তিপর্যায়ের অ্যাপস নির্মাতা বা প্রোগ্রামাররা অনেকেই নানা সমস্যার মধ্যে ছিলেন। এ সমস্যার কথা বিবেচনায় নিয়ে অ্যাপ নির্মাতাদের জন্য বিশেষ ‘ভার্চুয়াল ক্রেডিট কার্ডে’র ব্যবস্থা করেছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে বছরে সর্বোচ্চ ৩০০ ডলার খরচ করা যাবে।

গত সোমবার বাংলাদেশ ব্যাংকের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক আবদুল মান্নানের সই করা বৈদেশিক মুদ্রা (এফই) বিজ্ঞপ্তি নং ২৩-এ জানানো হয়, বৈদেশিক মুদ্রা আদান-প্রদান নীতিমালা এফই ১১ (ভলিউম-১)-এর ১১ অধ্যায়ের নবম লাইন অনুযায়ী এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর ফলে অনুমোদিত ব্যাংকগুলো থেকে বিশেষ এ কার্ড সেবা পাওয়া যাবে। এর সাহায্যে বিভিন্ন অনলাইন বাজারে (উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, আইওএস, ফায়ারফক্স ইত্যাদি) বিভিন্ন গেম, সফটওয়্যার লাইসেন্স, মোবাইল কিংবা গেমস অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ভেন্ডর সার্টিফিকেশন পরীক্ষার ফি, যেকোনো ডোমেইন নিবন্ধন, হোস্টিং, ক্লাউড সেবা, হ্যাকাথন ইত্যাদি ক্ষেত্রেও এ কার্ড ব্যবহার করে অর্থ পরিশোধ করা যাবে। এ কার্ডের আবেদনকারীকে প্রোগ্রামার, ডেভেলপার বা ফ্রিল্যান্সার হিসেবে প্রমাণ দেখাতে হবে। আবেদনকারীকে সরকারি কিংবা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস অনুমোদিত কোনো প্রতিষ্ঠান অথবা কোনো শিক্ষাপ্রতিষ্ঠান, অনুমোদিত যেকোনো প্রতিষ্ঠানের কোনো বিশ্ববিদ্যালয় আয়োজিত অ্যাপস বা গেমস তৈরির প্রতিযোগিতার সনদ বা অনুমোদন দেখাতে হবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, শর্ত পূরণ করে দেশের যেকোনো ব্যাংক থেকে নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করে এই ভার্চুয়াল ক্রেডিট কার্ড পাওয়া যাবে


মন্তব্যসমুহ  
জাজাফী
+2 # জাজাফী 2014-06-05 01:36
ভাল লিখেছেন। আরো বেশি বেশি পোষ্ট দিন।
প্রতিউত্তর
আপনার মতামত দিন