সুবোধ খুব ভাল গাইতে পারত । আমারা মুগ্ধ হয়ে শুনতাম । খগেন স্যার এলেই প্রথমেই বলবেন - সুবোধ শুরু কর । সবে মেলাতে শোনা গান খালি গলায় এত সুন্দর গাইত আমাদেরও মন ভরে যেত । এর জন্য ও একটু বেশি নম্বর পেত । আর পড়াশুনায়ও খারাপ ছিল না । তবে গানের প্রতি ভক্তি থাক বা না থাক গান করতে পারত বলে ওর একটা গর্ব ছিল । কারো কাছে গান শিখত না , নিজের থেকে পারত । 

আমরা খেলছি সেখানেই গান ধরল , টিফিনে এটা ওটা শেয়ার করছি , সুবোধ গান ধরল । এক দু কলি গাইল তার পর ছেড়ে দিয়ে অন্য মনস্ক হয়ে আবার দু এক কলি অন্য গান ধরল । আমাদের এত সুন্দর লাগত যে কি বলব ? আমি তো গুন গুন করে অনেক বার গেয়েছি । এমন কি ফাঁকা মাঠে একটু জোরে গাইতে চেষ্টা করেছি । নিজেরই ভাল লাগে নি । তাই তাই আর গাওয়ার সাহস হয় নি । সুবোধের এই গলার জন্য আমাদের খুব ঈর্ষা ও গর্ব হত । 

স্কুলের নানান ফাংশনে অন্য জন্য হারমোনিয়াম তবলা বাজাত আর সুবোধ গাইত । তারা মাঝে মাঝে বন্ধ করে আবার বাজাত । শুনেছি সুবোধ ঠিক তালে গাইছে না । আমরা অতশত বুঝতাম না । শুনতে ভাল লাগত । 

 


মন্তব্যসমুহ  
শুভ
0 # শুভ 2014-06-03 03:21
এই সাইটে আপনার অধিকাংশ লেখাই আমি পড়েছি। লেখাগুলি অন্যরকম সরল এবং সৃজনশীল। ধন্যবাদ
প্রতিউত্তর
আপনার মতামত দিন