আমাদের বর্তমান বিশ্বে যে কয়টি সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে তার অন্যতম হচ্ছে মাদক জনিত সমস্যা। জাতিসংঘের অগ্রাধিকার তালিকায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারকে বিশেষ ভাবে গুরত্ব দেওয়া হয়েছে, বাংলাদেশও এই ভয়াবহ সমস্যার অন্তর্গত।

বাংলাদেশ মাদক উৎপাদনকারী দেশ না হলেও অপব্যবহার মুক্ত নয়, বাংলাদেশে মাদক সমস্যা এখনো পাশ্চাত্যের মতো ভয়াবহ না হলেও যে হারে মাদকের অপব্যবহার বাড়ছে তাতে পাশ্চাত্যকেও ছাড়িয়ে যাওয়ার আশংঙ্খাকে উড়িয়ে দেওয়া যায় না।

আমাদের দেশের মূল সম্পদ হচ্ছে জনশক্তি, এই জনশক্তির দুই তৃতীয়াংশই হচ্ছে তরুণ ও যুবসমাজ, কিন্তু দুঃখের বিষয় আমাদের তরুণ ও যুবসমাজের বড় একটা অংশ আজ মাদক  নামক মরণ নেশায় আক্রান্ত বিভিন্ন সংস্থার জরিপে দেখা  গেছে মাদকাসক্তদের শতকরা ৮০ ভাগ তরুণ ও যুবক।

ফলে  আমাদের দেশ আজ ভয়াবহ বিপর্যয়ের সম্মূখীন, মাদক  সেবনের ফলে আমাদের তরুণ ও যুবসমাজ জিবনীশক্তি,  সৃজনশীলতা, নৈতিকতা ও মেধা হারিয়ে তাদের সম্ভাবনাময়  ভবিষ্যৎ হয়ে পড়ছে অনিশ্চিত। ফলে এদের অধিকাংশই  জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে। 

বাংলাদেশ মাদক উৎপাদনকারী দেশ না হলেও ভৌগলিক  আবস্থানগত কারনে মাদক ব্যবসায়ীরা বাংলাদেশকে নিরাপদ  ট্রানজিট রোড হিসেবে ব্যবহার করছে, ফলে বিভিন্ন দেশ  থেকে অবৈধ ভাবে পাচার হয়ে আসছে ইয়াবা, হেরোইন,  ফেন্সিডিল, গাজা, বিদেশী মদ,বিয়ার, কোকেন আফিম,  পেথিডিন নামক জীবণ ধ্বংসী মাদকদ্রব্য।

আর এসব মাদক  আমাদের সমাজে ব্যাপক হারে প্রসারিত করার লক্ষে গড়ে  উঠেছে মাদক সিন্ডিকেট। আজ মাদক জনিত সমস্যা  আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে। আমাদের সবাইকে  এই চ্যালেঞ্জ মোকাবেলায় নিজ নিজ অবস্হান থেকে  অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

মনে রাখতে হবে  মাদকাসক্তি শুধুমাত্র আসক্ত ব্যক্তির ব্যক্তিগত ও  পারিবারিক সমস্যা নয়, এটা আমাদের সামাজিক ও জাতীয়  সমস্যা। কারণ একজন আসক্ত ব্যক্তি শুধু মাত্র নিজেই  শারীরিক ও মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়না সে তার  পরিরারকেও ক্ষতিগ্রস্ত করে আর্থিক ও সামাজিক ভাবে,  ক্ষতিগস্ত হয় সমাজ, একটি পরিবারে যদি একজন  মাদকাসক্ত থাকে তাহলে পরিবারের অন্য সদস্যও আসক্ত  হয়ে পড়ার সম্ভাবনা থাকে, তেমনি ভাবে বন্দুমহল, পাড়া  প্রতিবেশি তরুণ ও যুবকরাও ঐ আসক্ত ব্যক্তির  প্ররোচনায় বা মাদকের প্রতি কৌতুহলী হয়ে মাদকাসক্ত  হয়ে পড়তে পারে।

মাদকাসক্তি জনিত সমস্যা সমাজে কতটুকু  ভয়াবহ আকার ধারণ করেছে তা প্রতিদিনকার খবরের কাগজ  পড়লেই বুঝা যায়। বাংলাদেশের শহর জনপদে গ্রামে গঞ্জে  যতো চুরি, ছিনতাই, খুন ও সন্ত্রাসের ঘটনা ঘটছে এসবের  অধিকাংশের মূলে মাদক। কেউ নেশার টাকা সংগ্রহের জন্য  আবার কেউ মাদকাসক্ত হয়ে এসব অপরাধ মূলক কর্মকান্ড  করছে। ফলে দেশের আইন শৃঙ্খলা চরম অবনতির দিকে  যাচ্ছে।

কলেজ বিশ্ববিদ্যালয় গুলোতেও মাদকসেবীর সংখ্যা  দিন দিন বৃদ্ধি পাচ্ছে, জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধমূলক  কর্মকান্ডে, তাদের শিক্ষা জীবন হয়ে পড়ছে অনিশ্চিত,  জাতি হারাচ্ছে মেধা। এভাবে চলতে থাকলে আমরা কোথায়  গিয়ে দাড়াবো তা সহজেই অনুমান করা যায়। আমাদেরকে  মাদক জনিত সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে। মাদক জনিত  সমস্যার দুইটা দিক বিদ্যমান, একটি হচ্ছে মাদকের সরবরাহ  আর অন্যটি হচ্ছে মাদকের চাহিদা। মাদক সরবরাহ বন্ধে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হতে হবে।

মাদক পাচারকারী ও মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমাদের সীমান্ত গুলোতে সজাগ দৃষ্টি রাখতে হবে আমাদের সীমান্ত প্রহরীদের, যাতে আমাদের দেশে অবৈধ মাদক প্রবেশ করতে না পারে।

দেশের অভ্যন্তরে মাদক সন্ত্রাস নির্মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। কিন্তু লক্ষনীয় যে পর্যাপ্ত সুযোগ সুবিধা ও জনবল সংকটের কারণে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরকে তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে।

আমাদের স্বরাষ্ট্র মন্ত্রনালয় তাদের অধীনস্থ এই দপ্তরটিকে পর্যাপ্ত সুযোগ সুবিধা ও জনবল সংকট নিরসন করে একটি আধুনিক ও কার্যকারী বাহিনী হিসেবে পরিণত করতে হবে। যাতে তারা তাদের উপর অর্পিত গুরুদায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন।

আমাদের স্বপ্নের দেশ যাতে মাদক পাচারকারীদের স্বর্গভূমিতে পরিণত না হয় সে দিকে খেয়াল রাখতে হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ও সমাজের সকল শ্রেণীর মানুষকে এগিয়ে আসতে হবে মাদক সন্ত্রাস প্রতিরোধে, মাদক পাচারকারী ও মাদক ব্যবসায়ীদের বিরোদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক ব্যবসা আমাদের দেশে ব্যাপক বিস্তার লাভ করেছে, কারণ মাদকের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাই মাদক পাচারকারীদের প্রধান টার্গেটে আমাদের দেশ।

আমরা যাতে মাদকের চাহিদা শূন্যের কোঠায় নিয়ে আসতে পারি সে চেষ্টা করতে হবে, মাদকের কুফল ও ভয়াবহতা সম্পর্কে সমাজের সকল শ্রেনীর মানুষকে সচেতন করতে হবে, যাতে আর নতুন করে কারো সন্তান, কারো ভাই, কারো প্রিয়জন মাদক নামক মরণ নেশায় আক্রান্ত হয়ে নিজের সুন্দর জীবনকে তিলে তিলে ধ্বংসের দিকে ঠেলে না দেয়। ইতিমধ্যে যারা মাদকাসক্ত হয়ে পড়েছেন তাদেরকে চিকিৎসার আওতায় আনতে হবে, কারণ একজন আসক্ত ব্যক্তি খারাপ নয় পাগল নয় তবে অসুস্থ।

আমাদের সমাজে একটি ধারণা প্রচলিত আছে যে, মাদকাসক্তরা কখনো সুস্থ হতে পারেনা বা সুস্থ থাকতে পারেনা। এমনটি ধারণা আসলে সঠিক নয়। এই ভূলধারণার ফলে আসক্ত ব্যক্তির পরিবার তাকে চিকিৎসা কেন্দ্রে পাঠাতে অনাগ্রহী হয়ে ওঠেন, এতে ঐ আসক্ত ব্যক্তির মাদক জনিত সমস্যা তীব্র থেকে আরো তীব্রতর হয়ে ওঠে। বাস্তবতা হলো সঠিক চিকিৎসায় মাদকাসক্তরাও স্বাভাবিক জীবনে ফিরে এসে তাদের দৈনন্দিন জীবনের কর্মকান্ড স্বাভাবিক ভাবে চালিয়ে যেতে পারে।

মাদকাসক্তি এক ধরনের মস্তিষ্কের রোগ, মাদকাসক্তির ফলে কেন্দ্রীয় স্নায়ূতন্ত্র মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয় ফলে মন-মেজাজের পরিবর্তন ঘটে , ইন্দ্রিয় অনুভূতি লোপ পায়, আচার- আচরণের পরিবর্তন ঘটে, চিন্তা শক্তির পরিবর্তন ও বিচারিক ক্ষমতা লোপ পায়, তৈরী হয় মানসিক ও শারীরিক নির্ভরশীলতা, ফলে ঐ আসক্ত ব্যক্তি চাইলেও মাদকমুক্ত থাকতে পারেনা, শারীরিক ভাবেও ক্ষতিগ্রস্ত হয়, যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস, ফুসফুসে ক্যান্সার, লিভার সিরোসিস, রক্ত শূন্যতা, জন্ডিস, ক্যান্সার, যক্ষা, যৌন অপারগতা, কিডনিতে সমস্যা, ইন্জেকশনের মাধ্যমে মাদক গ্রহনে এইডস, হেপাটাইটিস-এ ও হেপাটাইটিস-বি এর মতো মারাত্মক রোগ হতে পারে।

দীর্ঘস্থায়ী রোগ ডায়াবেটিস ও উচ্চরক্তচাপ যেমন নির্মূল করা যায় না কিন্তু নিয়ন্ত্রন করা যায়, রোগীকে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। মাদকাসক্তি জনিত মস্তিষ্কেরর রোগটিও অনুরূপ নির্মূল করা যায় না কিন্তু নিয়ন্ত্রন করা যায়।

সঠিক চিকিৎসা করলে ও নিয়ম কানুন মেনে চললে মাদকাসক্তি জনিত মস্তিষ্কের রোগটি নিয়ন্ত্রনে রেখে আজীবন সুস্থ থাকা সম্ভব। মাদকাসক্ত ব্যক্তি অপরাধী নয়, মাদকাসক্তি একটি রোগ, মাদকাসক্ত একজন রোগী। তাদেরকে অপরাধী ভাবা একেবারেই উচিৎ হবেনা। মাদকাসক্তদের প্রতি ঘৃনা বা অবহেলা নয় তাদেরকে স্নেহ ও ভালোবাসা দিয়ে সঠিক চিকিৎসা ও পুনর্বাসন মাধ্যমে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে।

মনে রাখতে হবে মাদক আমাদের জন্য একটি জাতীয় সমস্যা যে কেউ এই সমস্যায় আক্রান্ত হতে পারে। কিশোর কিশোরী, তরুণ- তরুণী, যুবক-যুবতী, মধ্যবয়সী নারী-পুরুষ কেউই মাদক নামক মরণ নেশার হাত থেকে নিরাপদ নয়। মাদক জনিত সমস্যা থেকে বাচঁতে হলে গনসচেতনতার বিকল্প নেই।

মাদকাসক্তি মানুষের জীবনে অপ্রত্যাশিত ভাবে আসে, এটি ক্রমান্বয়ে বাড়ে, এবং জীবন ধ্বংসী। মাদক জীবন থেকে জীবন কেড়ে নেয়, তাই আসুন আমরা “মাদককে না বলি জীবনকে হ্যা বলি”। লেখক : কাউন্সিলর, প্রত্যাশা মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র, সিলেট।


আপনার মতামত দিন