rafiqual

মো. রফিকুল ইসলাম নামের এই মানুষের যে বিশেষ প্রতিভা আছে, সেটার কথায় একটু পরে আসি। তার আগে প্রিয় পাঠক আপনাকে একটা প্রশ্ন করি—বাংলাদেশের সব কটি জেলার নাম কি আপনি মুখস্থ বলতে পারবেন? অনেকেরই উত্তর হবে ‘না’। আর যদি বলি ২০০টি দেশের নাম বলুন, প্রায় সবার ক্ষেত্রেই উত্তরটা না-তেই গড়াবে।

বাংলাদেশের ৬৪টি জেলার নাম মুখস্থ বলতে পারেন মো. রফিকুল ইসলাম। সময় কতটা নেন জানেন? মাত্র ১৬ সেকেন্ড। আর ২০০টি দেশের নাম বলতে পারেন মাত্র এক মিনিটে। তবে এ সময় ৫৭ থেকে ৫৮ সেকেন্ডেও নেমে আসে। আরও আছে, ৬৪ জেলার ৬৪টি উপজেলার নাম রফিকুল বলে যান মাত্র ১৮ সেকেন্ডে। ১৯ সেকেন্ডে বলতে পারেন ৬৪ জেলার ৬৪টি ইউনিয়নের নাম। তাঁর এই কথা শুনে স্টপওয়াচ ধরা হলো, শুরু হলো রফিকুলের দ্রুতগতির কথা বলা পর্ব। অডিও ক্যাসেট প্লেয়ারের যুগে ফাস্ট-ফরোয়ার্ডের বোতাম চাপলে যেমন কিচিরমিচির শব্দ শোনা যেত, রফিকুলের ৬৪ জেলার বা ২০০ দেশের নাম বলা শুনে সেই কথা মনে পড়ে। তবে পার্থক্য হলো, ফাস্ট-ফরোয়ার্ডে কোনো শব্দই বোঝা যায় না, কিন্তু রফিকুলের বলা সবগুলো জেলা বা দেশের নামই বোঝা যায়। দেয়াল ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে ১৬ সেকেন্ডেই বলে দেন ৬৪ জেলার নাম। পরিবেশ-পরিস্থিতির কারণে কখনো এটা ১৮-১৯ সেকেন্ড হতে পারে। তবে সেটাই বা কম কিসে!

এবার মনোযোগ দিই রফিকুলে। তিনি চাকরি করেন ঢাকার নাসা গ্রুপে। ২৩ সেপ্টেম্বর তাঁর মুখোমুখি বসে জানা গেল, এসএসসি পর্যন্ত পড়েছেন। উত্তীর্ণ হতে পারেননি। ‘এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পরের দিন থেকেই চাকরিতে ঢুকে গেলাম। কারণ, বাবার আর্থিক অবস্থা সচ্ছল ছিল না।’ বললেন রফিকুল।  কুষ্টিয়ার সদর উপজেলার পদ্মনগর গ্রামের কৃষক মোক্তার হোসেন ও আছিয়া খাতুনের চার ছেলেমেয়ের মধ্যে রফিকুল সবার বড়। ৩২ বছরের জীবনে চাকরি করছেন ১৪ বছর ধরে।

মুখস্থ করে এই দ্রুত বলার বিদ্যা—এটা রফিকুল শিখলেন কীভাবে? বললেন, ‘১০-১২ বছর আগে টিভি বা পত্রিকা থেকে জেনেছিলাম এক ব্যক্তি নাকি এক মিনিটে ৬৪ জেলার নাম মুখস্থ বলতে পারেন। ওই সময় পত্রিকায় একটা চাকরির বিজ্ঞাপন ছাপা হয়, যেখানে প্রতিটি জেলা থেকে একজন করে লোক নিয়োগ দেওয়া হবে। আমি সেখান থেকে ৬৪ জেলার নাম লিখে নেই।’ শুরু হলো রফিকুলের চর্চা।

চর্চা করতে করতেই দেখলেন, ১৬ সেকেন্ডে ৬৪ জেলার নাম বলতে পারছেন। একটা বই থেকে ২০০ দেশের নাম লিখে নিয়ে সেগুলো মুখস্থ করা শুরু করলেন। দেখলেন, এক মিনিটেই গড় গড় করে বলে দিচ্ছেন দেশগুলোর নাম।  দুই বছর আগের ঘটনা। যে প্রতিষ্ঠানে চাকরি করেন রফিকুল, সেখানকার এক পরিচালককে তিনি বললেন, ‘আমাদের এখানে প্রতিদিন দুপুরের খাবারের পর যে গান-বাজনার অনুষ্ঠান হয়, সেখানে আমি কিছু দেখাতে চাই।’ পরিচালক অনুমতি দিলেন৷ পরদিন পুরো কারখানায় যথাসময়ে প্রায় পাঁচ হাজার মানুষ রফিকের স্মরণশক্তি ও দ্রুত বলার প্রতিভা দেখল। পরিচালক খুশি হয়ে পুরস্কারও দিলেন তাঁকে।

রফিকুল ইসলাম ২০০৭ সালে পাশের গ্রামের মোছা. বেবী নাজনীনকে বিয়ে করেছেন। তাঁদের একমাত্র ছেলের বয়স দেড় মাস। রফিকুল বললেন, ‘আমি নিজে লেখাপড়া বেশি করতে পারি নাই। তাই আমি চাই আমার স্ত্রী ও ছেলে উচ্চশিক্ষায় শিক্ষিত হোক।’ বেবী নাজনীন এরই মধ্যে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, একটা স্কুলে শিক্ষকতাও করছেন। আর একই সঙ্গে স্নাতকোত্তর শ্রেণিতে পড়ছেন।

রফিকুল চান তাঁর এই গুণের কথা ছড়িয়ে পড়ুক দেশে ও বিদেশে। ভবিষ্যতে রাজধানীর নাম, বিভিন্ন ভাষার নাম, নদীর নাম ও ৬০০ উপজেলার নাম মুখস্থ করে দ্রুত বলার অনুশীলন করার ইচ্ছা তাঁর। তাক লাগিয়ে দিতে চান গোটা দুনিয়াকে।


মন্তব্যসমুহ  
এম, এইচ, মিনহাজ
+4 # এম, এইচ, মিনহাজ 2014-10-27 03:49
১ মিনিটে ২০০ দেশ! বাহ!! এ তো মনে হচ্ছে FM রেডিও। দুঃখের বিষয় আমাদের মেধাকে গ্রাস করে দারিদ্র।
প্রতিউত্তর
আপনার মতামত দিন