Ramadan

হিজরি সাল (চন্দ্রবর্ষ) অনুযায়ী ১৯ই জুন ২০১৫, শুক্রবার থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানগন বছরের বাঁকি ১১মাসই অপেক্ষা করে থাকেন আল্লাহর প্রদত্ত মহা রহমত, মাগফিরাত ও নাজাতের এই মহান সিয়াম সাধনার মাস মাহে রমজানের জন্য। 

হিজরি ক্যালেন্ডার অনুযায়ী বাংলাদেশে ১৭ই জুন সন্ধায় বাংলাদেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ না দেখা যাওয়ায় ১৮ই জুন সাবান মাসের ৩০ দিন পূর্ন হচ্ছে এবং ১৯ জুন থেকে রমজানের রোজা শুরু হচ্ছে। আজ ১৭ই জুন সন্ধার পর জাতীয় চাঁদ দেখা কমিটি ও ইসলামিক ফাউন্ডেশন ১৯শে জুন থেকে মাহে রমজান গননা শুরু করার সিদ্ধন্ত নেয়।

১৯শে জুন কে মাহে রমজানের প্রথম দিন ধরে আলোরমেলার পক্ষ থেকে পরিত্র রমজানের রোজা রাখতে আগ্রহী এমন সকল ধর্মপ্রান মুসলমান ও মুমীন বান্দাদের জন্য মাহে রমজান ১৪৩৬ হিজরির একটি সেহরী ও ইফতারের সময়সূচী তৈরী করা হয়েছে।

সেহরী ও ইফতারের সময়সূচী ইমেজ ফাইল হিসেবে ডাউনলোড করতে নিচের ছবির উপর ক্লিক করুন এবং তার পর Save করুন।

অথবা পিডিএফ ফাইল হিসেবে ডাউনলোড করতে ক্লিক করুন এখানে

Ramadan Calender 2015

লেখক পরিচিতি
আলোরমেলা
আমি বিশ্বাস করি প্রত্যেক সুশিক্ষিত ব্যাক্তি মাত্রই স্বশিক্ষিত। আধুনিক ভার্চ্যুয়াল যুগে স্বশিক্ষত হওয়ার আধুনিক ও উন্মুক্ত পাঠশালা হচ্ছে ব্লগিং প্লাটফর্ম সমুহ। তারই ধারাবাহিকতায় আপনার অর্জিত জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দিতে ও আপনার সুশিক্ষার মাধ্যমে প্রতিষ্ঠি সাফল্যের সিঁড়ি সবার সামনে স্থাপন করে নবাগতদের আগামীর পথ চলচলা সহজ করার জন্যই প্রতিষ্ঠা করা হয়েছে স্বাধীন গনমাধ্যম আলোরমেলা বাংলা ব্লগ। যেখানে জ্ঞান পিপাসীগন শিখবেন এবং অন্যদের শিখাবেন।
আমার ব্লগ সমুহ:

আপনার মতামত দিন