earth

আমাদের এই ক্ষুদ্র পৃথিবী থেকেই দৃশ্যমান হয় স্রষ্টার মহাবিশ্ব কতই না সুবিশাল। পৃথিবীতে মানুষের আগমনের কয়েক লক্ষবছর পার হলেও পৃথিবী সম্পর্কেই এ যাবত পর্যন্ত যা জানতে পেরেছি তাও সামন্যই। প্রতিদিনই আবিষ্কৃত হচ্ছে আরো নতুন কিছু। অথচ আমরা এখানেই বসবাস করছি। তাহলে লাখো কোটি আলোক বর্ষ দূরের মহাবিশ্ব সম্পর্কে যা আমরা যা জানতে পেরেছি তা নিশ্চই প্রকৃত সত্যের একটি বিন্দুর চেয়েও কম হবে।

জ্যোতির্বিদরা মনে করছেন দৃশ্যমান মহাবিশ্বে প্রায় ১০০ বিলিয়ন গ্যালাক্সি আছে। এই গ্যালাক্সিগুলি খুব ছোট হতে পারে, যেমন মাত্র ১০ মিলিয়ন বা (১ কোটি) নক্ষত্র সম্বলিত বামন গ্যালাক্সি অথবা খুব বড় হতে পারে, দৈত্যাকার গ্যালাক্সিগুলিতে ১০০০ বিলিয়ন নক্ষত্র থাকতে পারে (আমাদের গ্যালাক্সি ছায়াপথের ১০ গুণ বেশী)। দৃশ্যমান মহাবিশ্বে আনুমানিক ৩ x ১০^+২৩ (৩০০ সেক্স টিলিয়ন) তারা থাকতে পারে।

বর্তমান বিশ্বতত্ত্বের মডেল অনুযায়ী মহাবিশ্বের বর্তমান বয়েস ১৩.৭৫ বিলিয়ন বা ১,৩৭৫ কোটি বছর। এই মহাবিশ্বের দৃশ্যমান অংশের "এই মুহূর্তের" ব্যাস প্রায় ৯৩ বিলিয়ন আলোক বছর। যা প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে।

আমরা যে গ্যালাক্সিতে বসবাস করছি তার নাম Milky Way (মিল্কি ওয়ে), সূর্য থেকে এর কেন্দ্রের দূরত্ব প্রায় ৩০,০০০ আলোক বর্ষ। আর আমাদের এই গ্যালাক্সির ব্যাস এক লক্ষ আলোক বর্ষ।

সূর্য আমাদের নিকটবর্তী নক্ষত্র। সূর্য থেকে আলো আসতে ৮ মিনিট মত সময় লাগে, কাজেই সূর্যের দূরত্ত্ব হচ্ছে আনুমানিক ৮ আলোক মিনিট। আমাদের সৌর জগতের আকার হচ্ছে ১০ আলোক ঘন্টার মত। সূর্যের পরে আমাদের নিকটবর্তী তারা হচ্ছে ৪ আলোক বর্ষ দূরত্বে।

উল্লেখ্য, সূর্য্য একটি নক্ষত্র, পৃথিবী হচ্ছে সৌরজগতের একটি গ্রহ আর চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতির উপগ্রহের সংখ্যা ৬৩টি। তাহলে মহাবিশ্বে গ্রহ, উপগ্রহ, নক্ষত্রে মোট সংখ্যা কত হতে পারে?

এখানে যে তথ্য উল্লেখ করা হয়েছে তা পুরোটাই তাত্বিক এবং দৃশ্যমান মহাবিশ্ব সম্পর্কিত।

লেখক পরিচিতি
অচলা
Author: অচলা
জন্মের পর থেকেই যার চারপাশে দাগ দিয়ে চলার সীমানা এঁকে দেয়া হয়েছে, বিধি-নিষেদের প্রাচীরের অভ্যন্তরেই পার হয় যার জীবন, সেই বাঁধার দেয়ালকে ভেঙে দেয়ার ইচ্ছাতেই সমমনা লোকদের যাতয়াত ক্ষেত্র বাংলা ব্লগ জগতে অচল পথিক ‘অচলা’ র পথচলা।
আমার ব্লগ সমুহ:

আপনার মতামত দিন