BD-vs-PAK-cricket

বাংলাদেশ সফরে অবশেষে ষষ্ঠ ম্যাচে একটি সান্তনা মূলক জয় পেল পাকিস্তান।

পাকিস্তানের এবারের বাংলাদেশ সফর তাদের ক্রিকেট ইতিহাসে কালোকালিতে লেখা থাকবে। বিশাল ব্যবধানে ৩-০তে ওডিআই ও ১-০তে টি২০ পরাজয় এবং সব শেষে ২ টেষ্ট ম্যাচের একটিতে টাইগারদের সাথে কোন ভাবে ড্র করে অপরটিতে কুড়িয়ে পাওয়া জয় নিয়ে দেশে ফিরে হয়ত ঘুমের মাঝেও এই ভয়াবহ দুঃস্বপ্ন দেখবে।

এই সিরিজে উভয় দলের খেলোয়ারদের মধ্যে যথেষ্ট সৌহার্দ্য পূর্ণ ব্যবহার ছিল লক্ষনীয়। বেয়াদব ওয়াহাব রিয়াজের কথা বাদ দিলাম কারন ১টা পালে ১০-১৫টা মরুর ছাগলের মাঝে ১টা বনগরু হয়ত কোন ভাবে ঢুকে গেছে।

তবে বাংলাদেশ দলের ক্ষেত্রে বিশেষ লক্ষনীয় যে মুশফিক ব্যাট হাতে যতটা সফল অধিনায়ক হিসেবে ততটাই ম্লান। অধিনায়ক হিসেবে মাশরাফির তুলনা হয় না তার পরেই সাকিবের অবস্থান। টেষ্ট ক্রিকেটে মুমিনুল দীর্ঘ পথ পাড়ি দিবে কোন সন্দেহ নেই তবে প্রয়োজন আরো বেশে টেষ্ট সিরিজের আয়োজন করা। আর ব্যাট হাতে তামিমের পুণঃউত্থান হয়ত ভবিষ্যতে বাংলাদেশ দলকে আরো দ্রুত ও দৃঢ় পদে পথ চলতে সাহায্য করবে। সাকিব-মুসফিক তো আছেই। এবার সৌম্য সরকার নতুন আবিষ্কার। বল হাতে মাসরাফি, রুবেল, সাকিব, তাসকিন, আলআমিন, রাজ্জাক ও তাইজুল ইসলামের পাশাপাশি নবাগত পেসার মোস্তাফিজুর রহমানও বেশ আশা জাগিয়েছে।

আমার কাছে বাংলাদেশ পাকিস্তান সিরিজের বাংলাদেশের টেষ্ট দলটি অনেকটা এলোমেলো মনে হলেও ODI ও T20 দলটি এ যাবৎ কালের সেরা ব্যালেন্স দল মনে হয়েছে। বোর্ডের নির্বাচকদের মাঝেও এবার খেলোয়ার নির্বাচনে কোন রকম সংকীর্নতা দেখা যায়নি। যোগ্য নবাগতদেরও সূযোগ দেয়া হয়েছে অত্যন্ত সুপরিকল্পিত ভাবে ।

বাংলার বাঘ এবার স্বরুপে ফিরে এসেছে। ১৬কোটি ভক্তের প্রত্যাশা পুরনে এবারের বিশ্বকাপে নির্লজ্জ ভারত কর্তৃক প্রতারিত হয়ে পরাজয়ের শোককে শক্তিতে পরিনত করতে পেরেছে মাসরাফি-মুসফিকের নেতৃত্বাধীন বাংলাদেশ। এই ধারাবাহিকতা ধরে রাখাই আমাদের প্রত্যাশা।

সাবাস বাংলাদেশে ক্রিকেট টাইগার। এগিয়ে চল দৃঢ় প্রত্যয়ে......

bangladeshcelebrate

লেখক পরিচিতি
এম, এইচ, মিনহাজ
আমি বিভিন্ন বাংলা/ইংরেজী ব্লগের একজন অনিয়মিত এবং সখের ব্লগার। তবে নিয়মিত লেখার ইচ্ছে থাকলেও অনিয়মিত ভাবেই পাঠকদের বিরক্ত করে থাকি। আমার লেখার বিষয়বস্তু- যা মনে আসে তাই। কারও কাছ থেকে বাহবা পাওয়ার জন্য লিখি না। কেউ আমার লেখা পছন্দ করলে খুশি হই তবে অপছন্দ করলেও লেখালেখি বন্ধ করার কোন অবকাশ নেই, কারন আমি একান্ত সখের বশেই লেখালেখি করি।
আমার ব্লগ সমুহ:

আপনার মতামত দিন