bamboo is on for india

সরকারের সদিচ্ছায় ও ১১ টাইগারের প্রচেষ্ঠায় বাংলাদেশ বাঁশ রফতানিতে ব্যাপক সফলতা পেয়েছে এবং সারা বিশ্বে ব্যাপক সুনাম অর্জন করেছে।

তবে এই বাংলা বাঁশ কাওকে ধোনি থেকে গরীব বানায়, কখনো বিরাট কুলি বানায়, আবার কাওকে পদবী বাড়িয়ে ৮ থেকে ৯ এ পাঠায়।

 

সম্প্রতি মিয়ানমার এই বাঁশ নেওয়ার জন্য ব্যপক হাঁসফাস করতেছে। তবে এই নতুন বাঁশ বেশি মোটা হওয়ায় রফতানির দায়িত্ব ১১ জন টাইগারকে দেয়া হবে না।

বরং সীমানায় বিজিবি নামক একদল টাইগার মোটা কঞ্চিওয়ালা বাঁশ নিয়ে সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় আছে।

আশা করি বাঁশ রফতানির এই নতুন ক্ষেত্রটির বিষয়ে সরকার যথেষ্ঠ আন্তরিক হবে।

bgb arrested by nasaka

উল্লেখ্য সম্প্রতি মিয়ানমারের নাসাকা বাহিনীর গুলিতে বাংলাদেশের এক বিজিবি সদস্য আহত ও অপর একজনকে (আবদুর রাজ্জাক) ধরে নিয়ে গিয়ে অপমান জনক ছবি প্রকাশ করছে।

 

ওরা আগে একবার নাফ নদী দখল করে নিতে চেয়েছিল, একবার বঙ্গোপ সাগরের মালিকানাও চেয়েছিল এবং দখল করতে নৌবাহিনী পাঠিয়েছিল তখন আমাদের সরকার ওদের বাঁশ দিয়ে ঠান্ডা করেছিল।

এবার মুসলিম হত্যা করছে, বিজিবির উপর গুলি চালিয়ে আহত করেছে ও একজনকে ধরে নিয়ে গেছে।

 

সুতারাং আবার ওদের মোটা বাঁশ দেয়া হোক। আওয়ামীলীগ বিএনপি, জামাতি সবাই এই ক্ষেত্রে সরকারের পাশে থাকবে। আর দেশের মাথাও উঁচু থাকবে।

লেখক পরিচিতি
এম, এইচ, মিনহাজ
আমি বিভিন্ন বাংলা/ইংরেজী ব্লগের একজন অনিয়মিত এবং সখের ব্লগার। তবে নিয়মিত লেখার ইচ্ছে থাকলেও অনিয়মিত ভাবেই পাঠকদের বিরক্ত করে থাকি। আমার লেখার বিষয়বস্তু- যা মনে আসে তাই। কারও কাছ থেকে বাহবা পাওয়ার জন্য লিখি না। কেউ আমার লেখা পছন্দ করলে খুশি হই তবে অপছন্দ করলেও লেখালেখি বন্ধ করার কোন অবকাশ নেই, কারন আমি একান্ত সখের বশেই লেখালেখি করি।
আমার ব্লগ সমুহ:

আপনার মতামত দিন