mustafiz wicket

সাবেক বিশ্ব চ্যাম্পিয়ান ভারত প্রতিপক্ষের বাঁ হাতি পেসার মোস্তাফিজকে এমন আতঙ্কের চোখে দেখছে যেন, কোনও এক ওয়াসিম আকরাম দৌড় শুরু করছেন! (আনন্দবাজার পত্রিকা)

ব্যাটিং নির্ভশীল এ দলটি আজ পঁয়তাল্লিশ ওভার টিকতে পারছে না। দুশো তুলতে গিয়ে গলদঘর্ম হয়ে যাচ্ছে।

বাংলাদেশের এই বাঁ হাতি পেসার নিঃসন্দেহে মারাত্মক প্রতিভা। আজকের পর মুস্তাফিজুর রহমানকে অনায়াসে সাতক্ষীরা ‘সায়নাইড’ বলে ডাকা যেতে পারে।

মিরপুর স্টেডিয়ামের লোহার জালের প্রাচীরটা এত উঁচু কেন এত দিনে বোঝা গেল। নইলে ওই যে উন্মত্ত দর্শককুল, তাদের আজ ঠেকাত কে? ওরা এখন প্রাচীর ধরে ঝুলছে, টানছে, ভেঙে ফেলতে চাইছে নায়ক আর সাধারণের বিভেদের দেওয়ালটা।

যে ম্যাচ হওয়ার কথা ছিল ধোনিদের প্রত্যাবর্তনের ম্যাচ, সেখানে ভারতবর্ষ তার সেরা এগারোর থেকে ‘উপহার’ পেল কুত্‌সিততম পারফরম্যান্স। ব্যাটিংয়ে, বোলিংয়ে, ফিল্ডিংয়ে। আচার-ব্যবহারে। (আনন্দবাজার পত্রিকা)

কোনও সন্দেহ নেই ঢাকা আজ ঘুমোবে না। বাংলাদেশ ঘুমাবে না। প্রথমে নিউজিল্যান্ড। তার পর ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তান। শেষে ভারত। সোনার বাংলার ক্রিকেট-ইতিহাসে নতুন স্বর্ণ পালকের জন্ম হয় যে রাতে, সেখানে আর ঘুমনো সম্ভব?

দেখলেন, ভারত এত দিন যে তেতো ওষুধ প্রতিপক্ষকে গিলিয়ে থাকতেন দেশের মাঠে, তা বাঘের ডেরায় এখন ওঁত পেতে অপেক্ষা করছে তাঁদেরই জন্য। অর্থাৎ ভারতীয় টিমের জন্য।

বিশ্ব ক্রিকেটের ‘বড়দা’ হয়েও ভারত টিমের প্লেয়াররা অত্যন্ত উগ্র মেজাজের। প্রতিপক্ষের সঙ্গে অহেতুক তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে। টিপ্পনী ছোঁড়ে। আর আজ প্রতিশোধের পাটকেল ফেরৎ পাচ্ছে!!

আর টাইগারদের প্রতীক্ষার এই সিরিজ কোন সাধারন ক্রিকেট সিরিজ নয়। অনেকেই হয়ত ভূলে গেছেন মেলবর্নে সেই ক্রিকেটের লজ্জার দিনে একটি ছেলে প্লেকার্ড হাতে নিয়ে কাঁদতে ছিল, প্লেকার্ডে লেখা ছিল “বাঙালী বিশ্বকাপের প্রতিশোধ নাও”।

আজ এটি শুধু বিশ্বকাপের মেলবর্ন ম্যাচের প্রতিশোধই নয়। বাংলাদেশী বলে তখনকার আইসিসির সভাপতি মোস্তফা কামালকে অপমান করে বাঙালীদের দূর্বলতা প্রদর্শন করানোর প্রচেষ্ঠার প্রতিশোধ। মওকা মওকা দিয়ে পুরো বাংলাদেশীদের অপমান করার প্রতিশোধ, বিশ্বকাপ কোয়র্টার ফাইনালে দূর্নীতির মাধ্যমে ১৬ কোটি মানুষের স্বপ্ন ভঙ্গের আর করুন কান্নার প্রতিশোধ। ভূলে গেলে চলবে না ফাঁদে পড়লেও বাঘ তো বাঘই থাকে, মুক্ত হলেই হয়ে যায় ভয়ঙ্কর শিকারী আর এরা তো সাধারন বাঘ নয়, রয়েল বেঙ্গল টাইগার।  

হ্যাঁ, এটা সত্যিই প্রতিশোধ; তবে ভারতীয় বিড়ালের নয় বরং বাংলার রাজকীয় বাঘের প্রতিশোধ। এটি বিশ্ব ক্রিকেটকে কলঙ্কিত করার প্রতিশোধ। নামটা শুধু আলাদা- ব্রাউন নয়, বাংলাওয়াশ!

mustafiz 6 wicket

লেখক পরিচিতি
এম, এইচ, মিনহাজ
আমি বিভিন্ন বাংলা/ইংরেজী ব্লগের একজন অনিয়মিত এবং সখের ব্লগার। তবে নিয়মিত লেখার ইচ্ছে থাকলেও অনিয়মিত ভাবেই পাঠকদের বিরক্ত করে থাকি। আমার লেখার বিষয়বস্তু- যা মনে আসে তাই। কারও কাছ থেকে বাহবা পাওয়ার জন্য লিখি না। কেউ আমার লেখা পছন্দ করলে খুশি হই তবে অপছন্দ করলেও লেখালেখি বন্ধ করার কোন অবকাশ নেই, কারন আমি একান্ত সখের বশেই লেখালেখি করি।
আমার ব্লগ সমুহ:

আপনার মতামত দিন