Tiger Cricket

 

একসময়ের ক্ষুদে টাইগার সময়ের পরিক্রমায় আজ টাগবগে তরুন, ক্ষুদার্থ ও দূর্দান্ত শিকারী বাঘ।

আর এমনই ১১জনের একটি রয়েল বেঙ্গল টাইগারের দল নিয়ে একেরপর এক শিকারকে ধরাশারী করে দুর্বার গতিতে এগিয়ে চলছে কিংবদন্তী টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। 

গ্রীক সম্রাট আলেকজান্ডার গড়েছিলেন বিশ্ব জয়ের ইতিহাস আগ্রাসী লড়াইয়ে রক্ত ঝড়িয়ে, আমাদের টাইগাররা গড়বে বিশ্বকাপ জয়ের ইতিহাস ব্যাটের বলের শৈল্পীক লড়াইয়ে ক্রিকেটের মাঠ কাঁপিয়ে।

 

আমাদের স্বপ্নের ক্রিকেট দলটি এখন পরিপূর্ন শক্তির একটি দল। পিছনের সারিতে থাকা তারুন্যে উদ্দীপ্ত অপেক্ষমান বাঘগুলিও শিকারের প্রহর গুনছে। দলের কারো কারো স্বল্প সময়ের ছোটখাট ছন্দপতন হলেও ধারাবাহিক জয় থেকে ছিটেকে পরার আশংখা মুক্ত। সবাই এখন নিয়মিত শিকারী। একটি ছোট্ট বিরতির পর সাবলীল ভঙ্গীমায় ছন্দে ফিরেছে ইমরুল কায়েস ও মাহমুদুল্লাহ। 

আর বিস্ময়কর সফল বোলার, সাতক্ষীরা সায়ানাইড নামে পরিচিত সহজ সরল শিকারী বালক মুস্তাফিজের একেরপর এক বিধ্বংসী গোলা ক্রিকেট বিশ্বকে জানিয়ে দিচ্ছে নতুন সতর্কবার্তা। 

রিজার্ভড বুলেট সৌম্য তো আছেই। সাকিব, তামিম, মুশিফিক, রুবেল, নাসিরসহ বাঁকিদের কথা নাইবা বললাম। 

 

প্রথম সারির দলগুলির বিপক্ষে আমাদের জন্য ম্যাচ জয়, সিরিজ জয় এক সময় ছিল অনেকটা স্বপ্নের ব্যাপার। সেই স্বপ্নের ঘোড়ায় লাগাম দেয়ার কাজ শেষ। এখন শুধু সময়ের অপেক্ষায়। আগামী বিশ্বকাপ আমাদের। শুধুই আমাদের। তার আগ পর্যন্ত বিশ্বকাপ ট্রফিটা শেষবারের মত ভাল করে দেখে নাও। পরে হয়ত আর সুযোগ পাবে না। কারন আমরা আসছি......বাংলার সত্যিকারের রাজকীয় বাঘ হয়ে।

 

লেখক পরিচিতি
এম, এইচ, মিনহাজ
আমি বিভিন্ন বাংলা/ইংরেজী ব্লগের একজন অনিয়মিত এবং সখের ব্লগার। তবে নিয়মিত লেখার ইচ্ছে থাকলেও অনিয়মিত ভাবেই পাঠকদের বিরক্ত করে থাকি। আমার লেখার বিষয়বস্তু- যা মনে আসে তাই। কারও কাছ থেকে বাহবা পাওয়ার জন্য লিখি না। কেউ আমার লেখা পছন্দ করলে খুশি হই তবে অপছন্দ করলেও লেখালেখি বন্ধ করার কোন অবকাশ নেই, কারন আমি একান্ত সখের বশেই লেখালেখি করি।
আমার ব্লগ সমুহ:

আপনার মতামত দিন