স্মৃতির পাতায়

হান্নান

মোরাতো সেদিনই শপথ নিয়েছি মহা মৃত্যের,
প্রশিক্ষণ নিয়েছি যেদিন প্রশ্নাতীত আনুগত্যের
মোরা টগবগে রণতূর্য হাতে নওজোয়ান,
দেশের জন্য মৃত্যুকে করেছি মহিয়ান।
মোরা দৃঢ় মোরা সদা প্রস্তুত দিতে মোদের প্রাণ,
জীবনের বিনিময়ে রেখেছি দেশের মান।
মায়ের আদর বাবার স্নেহ সবই এক আপ্লুত নিঃশ্বাসে।
মায়াবীনি স্ত্রী আদরের সন্তানেরা বেঁচে আছে শুধু বিশ্বাসে।
কর্তব্যে এসবের মোহ ভালবাসা শুধু হৃদয়ে।
তাই ভেবোনা আমাদের মায়া নেই,
মায়া,স্নেহ ভালব্সাকে একমাত্র উপভোগ করে সৈনিকেরা।
আমার কাছে থেকে কি পেয়েছ সেটা ভেবোনা,
আমিতো আমার জীবনটাই বিলিয়ে গেলাম,
একবার বলোতো বিনিময়ে কি আমি পেলাম।
না না না আমি পেয়েছি তোমাদের অবিভাদন,
পেয়েছি তোমাদের দোয়া,ভাতৃত্বের বন্ধন।
কতযে হাটলাম,কত জায়গায় ঘুমালাম সবই আজ স্মুতি।
ভাবিনি কখনো এত অল্পতে টানতে হবে জীবনের ইতি।
আপনার মতামত দিন