আমি মাতৃ গর্ভের রক্ত মাংস মাখা শিশু অনাগত ভবিষ্যত ,
আমি নিষ্পাপ রুহু আসবো ধরনীতে নিতে তালিম তরবিয়ত।
রুহানী জগত আর মাতৃগর্ভের মতো চাই নিরাপদে থাকতে,
তোমাদের প্রান্তশালায় সুখের ভেলায় পারবে মোরে রাখতে?
আমি রক্তের বন্যা পেরিয়ে এসেছি দেখতে চাইনা কোন রক্ত,
আমি বিশ্ব শান্তির নিকেতন চাই সবার মাঝে হয়ে সবার ভক্ত।
আমি তাছবিহ জপেছি রুহানী জগতে খেলেছি প্রেমের খেলা,
তোমাদের ধরনীতে আমি বসাইতে চাই, ভাতৃত্ব বন্ধনের মেলা।
ঐ জগতের মতো শুনবো কি তাছবিহ তোমাদের আবনীতে?
জানিনা কেমনে থাকবো আমি তোমাদের প্রিয় বসুন্ধরাতে।
ওটা কি রুহানী জগত আর মায়ের গর্ভের চাইতেও বড়?
ওরা যে বলেছিল ওখানে গেলেই সবে হয়ে যাবে জড়ষড়।
আমি অনাগত ভবিষৎ আমি জানিনা কেমন ঐ পৃথিবী?
ওখানে গেলে এই জগতের স্মৃতি নাকি ভূলে যাবো সবি।
আমি যেতে চাইনা আমি আসতে চাইনি তবু চলে এসেছি,
এটাই আমার বিধাতার হুকুম, তাই তামিল করে বসেছি।
রুহানী জগতের বিচ্ছেদ ব্যাথায় আমি অতিব ব্যাথাতুর,
মায়ের গর্ভ হতে পৃথিবীর প্রান্তশালা জানিনা হবে কতদূর।

আপনার মতামত দিন