হান্নান মাগো আমি কবে পাবো ঐ বাংলা, যেখানে থাকবে শুধু শান্তি,
আমি কবে পাবো ঐ বাংলা, যেখানে থাকবেনা কোন ভ্রান্তি।
কবে পাবো ঐ বাংলা যেথায় থাকবেনা খুন গুম রাহাজানি,
মা কবে দিবে ঐ বাংলা যেখানে থাকবেনা অস্ত্রের ঝনঝনানি।
ও মা কবে লয় হবে? বাংলা হতে ঐ সন্ত্রসীদের দৌরাত্ম্য,
কবে বিলীন হবে এই বাংলা হতে গডফাদারদের প্রভূত্ব।
মাগো শান্তি নামের সোনার হরিণ কোথায় গেলে পাবো?
অভয়ে তোর পদবারে কবে, মাগো অঞ্জলী আমি দেবো?
ছোট্ট শিশু বৃদ্ধা বণিতা ধর্ষিতা মা তোমার আঁচল পরে,
মজলুম মানবতা আর্তনাদ করে মাগো খুন গুম হয়ে মরে।
মাগো ওদের ভয়ংকর দন্ত নখরে ছিন্ন ভিন্ন মানবতা,
ওদের ভয়ে তোর মজলুম সন্তান অসহায়ে নিরবতা।
কি অমানিশা নামলো মাগো কখন হবে সোবহে সাদেক?
তোমার বাংলা কখন দূর হবে মাগো শয়তান মোনাফেক?
অন্ধকারের বদ্ধ কুঠিরে মাগো থাকবো বলো কতদিন?
আশার বানী শোনাও মাগো বলো ঘুচবে কবে দুর্দিন?
মাগো আমি অসহায় খনভঙ্গুর নির্বাক এক বোবা সন্তান,
মুক্ত নিঃশ্বাসে তোমার বাংলাতে বলো হবে কবে মোর স্থান?
মাশরেক হতে মাগরীবে যাবো মা থাকবেনা কিছুর ঝামেলা,
মুক্ত আকাশের নীচে মুক্ত বাতাসের কবে পাবো ঐ বাংলা?

আপনার মতামত দিন