আব্দুল হান্নান
অন্যয় দেখে কিছু বলবেনা এমন তো ছিলনা বাঙ্গালী,
মমতার বাঁধন আর বিবেকের দংশন হলো কবে খালী?
কারো বিপদে কেউ আসছেনা,বলছে যা করে সরকার,
মানুষের সামনে মানুষকে মারে চেয়ে দেখে সবে নির্বিকার।
কোথায় গেলো সে মানবতা কোথা আজ বাঙালির একাত্মতা,
স্বাধীনতা সংগ্রামের যুদ্ধ দামামায় দেখিয়ে ছিলাম যে দৃঢ়তা।
পিতামাতার সামনে মেয়ে, স্বামী সন্তানের সামনে স্ত্রী ধর্ষিতা,
দেখেও দেখে না শুনেও শোনে না কেন যেন সবাই নিরবতা।
বিশ্বজিৎ, রিফাতেরা আর্তনাদ করে চেয়ে চেয়ে দেখে বাঙালি,
এমনতো ছিলনা বাঙালীরা, কে করলো ওদের বিবেক খালী?
আজ শিক্ষকের দ্বারা ছাত্রী,পিতার দ্বারা কন্যা,সন্তান দ্বারা মা,
আবাল বৃদ্ধ বনিতা কিশোর কিশোরী কোথাও নিরাপদ না।
বঙ্গবন্ধুর পবিত্র বঙ্গভুমিতে এমনতো হবার কথা ছিলনা।
মজলুম সবে দুহাত তুলে সাহায্যর জন্য করছে ফরিয়াদ,
বাঁচাও আমাদের হে দয়াময় তোমার কাছে করি আর্তনাদ।
হে জাতি কখন ভাংবে ঘুম কখন তোদের বিবেক হবে জাগ্রত?
জাতির বিপদে ঝাপিয়ে পড়বি,কখন হবে তোদের এই ব্রত।
এটা ছিলোনা এমনটি না কোথায় কেন যেন গেল হারিয়ে,
কখন কোন দৈব বাতাস গেলো বাঙালীর উপর দিয়ে বয়ে।
হে জাতি অপরের বিপদ দেখে থমকে যেওনা এগিয়ে যাও,
তোমার ঘাড়েও আসতে পারে এ বিপদ তাই সবে এক হও।

আপনার মতামত দিন