নব বর্ষে হলুদ শাড়ী না পরে, পরেছিলাম লাল বেনারশ,
বধুবেশে গিয়েছনু লাল পালকীতে পরে আলপনা রাশ।
জানতামনা এই দিনে, আমার জীবনে আসবে সর্বনাশ।।
স্বাধিনতা সংগ্রামে চৈত্রের তাম্র খরায় পিপাসিত পথিক,
কাঁধে হাতিয়ার কোমর বদ্ধ গুলি দৃঢ় প্রত্যয়ী এক নির্ভিক।
কতদূর পথ যেন হেটে এসছে তবু ক্লান্তিতে নহে পরাজয়,
যেন শনিতের ক্ষুরধার আত্মদানে,এরাই করবে দিগ্বীজয়।
মনে পড়ে গেল ওর কথা জানিনা কোথায় কেমন আছে,
মনে হয় যেন ও ছায়া হয়ে, সদয় থাকে মোর পিছে পিছে।
অপেক্ষায় আছি ওদের মত ওঔ হইত আসবে নববর্ষে,
আলপনা এঁকে দেবো হৃদয় মন্দীরে ভালবাসার পরশে।
হৃদয় জুড়ে আছোগো তুমি,আমার স্বপ্নচারী বাতায়ন,
মসের যত কথা বলবো আমি রেখে হৃদয়ে দুই নয়ন।
সহসা দেখি কিগো ঐ যে দূরে ধরাধরি করে আসে কারা?
ওমা ওযে মিলিটারী,ক্ষত বিক্ষত শরীরে বইছে রক্ত ধারা,
কাছে আসতেই বাতাসী পানি দাও,আমি আর বাঁচবনা,
ওতো আমার সংগ্রাম, না না তোমাকে মরতে দেবনা।
আঁখি ভরা জলে কোলে মাথা রেখে করলো পানি পান,
বিধাতান নাম জপতে জপতেই জীবন করলো দান।

আপনার মতামত দিন