উপদেশ
আব্দুল হান্নান
তুমি দেখো দু আঁখি ভরে,
ভরপুর এ নশ্বর পৃথিবী,
সবার মাঝেই শূন্যতা ঘিরে,
আঁখি ভরা আছে ছবি।
কাহারো তরে কেহ সুখী নই,
সুখি হলো সেই জন,
হিংসা বিদ্বেষ কিছু যার নাই,
আছে শুধু সুন্দর মন।
অট্টালিকার রঙ্গিন আলয়ে,
ফেলোনা তোমার আঁখি,
ভাবো বার বার জীবন বলয়ে,
নিম্ন তাকালে হবে সুখি।
অর্থে হয়োনা মর্মাহত,
হৃদয়ে এনোনা হাহাকার,
তাহলে হবে জীবনহত,
সুখী নাহি হবে আর।
সুখী যদি হতে চাও,
আঁখি ফেলো নীচে,
শান্তি যদি পেতে চাও,
চলো সত্যের পিছে।

আপনার মতামত দিন