মনুষ্য চাকা আব্দুল হান্নান কখনো বিরহ বেদনা হাসি-কান্নায় চলমান। পড়ার টেবিলে বসার ভান করে অনাক্রম্যতায় ব্যস্ত, এখান থেকেই কেউ বা হারিয়ে যায়, আবার কেউ ফিরে পায় ক্ষন জীবনের রশি বাঁধা খুটি। কেউবা বিভ্রান্ত হয়ে অবশেষে সাজে কলুর বলদ। হাজারো বিড়ম্বনায় মানুষের জীবন চাকা। বাহ্য ভ্রম দৃষ্টিতে মনে হয় নবীন-প্রবীণের আলাদা আকাঙ্ক্ষা, নবীনেরা না হয় ষোড়শী রূপবতী তন্নী তরুণী কামনাতে, বৃদ্ধের আকাংখা কামনা-বাসনা কি কবর শ্মশান স্বর্গ বেহেশত? এ আমাদের খেয়ালের ভুল। মানুষ দেখতে হয়ে যায় বুড়া, নফনটা তার সদা রয়ে যায় ছোড়া। অন্ধ চোখে লাঠি হাতে দেখলে বুড়া মনে হয়, তারো মনের যৌবনটা কভু বুড়া নয়।
আপনার মতামত দিন