একদিন আমি ফুলজোড় নদীর তীরে বসে

নিঝুম নিরালায়ে একাকি শৈশবের স্মৃতির খোঁজে

কাটিয়েছি অজস্র সময় অতীতের কথা ভেবে,

এখানেই আমি হারিয়ে ফেলেছি

আমার শৈশবের সোনালী দিন গুলো।

করেছ স্নান ভোজ এই ফুলজোড় নদীর জলে

আর কত হারিয়েছে আমার সুন্দর মূহুর্ত গুলো,

শৈশবের স্মৃতি ডায়েরি খুলে ছিড়েছি কত পাতা

আর বসে দেখেছি কত ধবল বকের খেলা,

শরতের আগমনে শুভ্র মেঘের ভেলা আর কত কাশফুল।

খেলেছি ম্যাচ পর ম্যাচ ব্যাটিং করতে না পেরে কান্না

আজ ফুলজোড় নদীর তীরে বসে

সব মনে পড়ে শৈশবের স্মৃতি গুলো

আমার মন ভেঙে গেলে থাকতাম তাকিয়ে

এই নদীর জলে দিকে

জলের কলকল ধ্বনি ভাঙা মনে প্রশান্তি ফিরে দিত

আহা কই গেল সেই দিন গুলো।

দীর্ঘ দিন পর আমি আজ ফুলজোড় নদীর তীরে

আগের কোনো স্মৃতির কিছুই নেই এখনে

চারদিকে শূন্য আর হাহাকার।

 

রচনাকালঃ ২৭/১২/২০২০


মন্তব্যসমুহ  
জাহাঙ্গীর আলম অপূর্ব
+2 # জাহাঙ্গীর আলম অপূর্ব 2021-01-12 18:11
দয়া সকলে মন্তব্য করবেন
আমি আলোরমলাতে নতুন যুক্ত হয়েছি।
প্রতিউত্তর
আপনার মতামত দিন