আবার তোরা মানুষ হ আব্দুল হান্নান আবার তোরা মানুষ হ রে মানুষত্বহীন জাতি, আমি বলিনা তোরা দু পেয়ে এলিয়েন বা ইয়েতী। যে মানুষত্বের কথা জেনেছি, যে মানবতাকে বুঝেছি, যে মানুষত্বকে নিয়ে ভাবি, যে মানবতাকে স্থান দিয়েছি, তোদের মাঝে নাইরে আজ সেই মানুষত্ব আর মানবত…বিস্তারিত দেখুন...
ওমা মাতৃভূমি বলো কি দিইনি তোমার চরনে? আমার ত্যাগ,তিতিক্ষা সবই তো তোমার বদনে। রোজ স্বপ্ন দেখতাম শুধু তোমাকে ভালবাসার, স্বপ্ন দেখতাম তোমার সন্তানদের কাছ থাকার।   স্বপ্ন দেখতাম তোমার কোলের সুখের পরশের, তাইত হাতে তুলে নিয়েছিলাম ত্যাগের সমশের। সেদিন…বিস্তারিত দেখুন...
অতিতের স্মৃতিগুলি কোথায় আমার ঘুম ভাঙ্গানী মাসীপিসীর স্মৃতি পাতার গান? কোথায় দাদীর হাম্বলদিস্তার ঠনঠননী বাটায় ভরা পান? কোথায় মায়ের আঁচল নীচের ঘ্যানঘ্যানানী হু দশ নয়া দে মা, অমনি হাতটি ধরে আঁচল হাতে নাকের পোটা মুছে দিত মা।   কোথায় মায়ের আঁচল বাঁধা…বিস্তারিত দেখুন...
জীবনের ছিড়া ডায়েরী আব্দুল হান্নান চুয়াডাংগা জেলার অন্তর্গত দামুড়হুদা থানার উত্তর চাঁদপুর গ্রামের অতি দরিদ্র পরিবারে আমার জন্ম।পিতা সামান্য বেতনে মাদ্রাসাতে শিক্ষকতার পাশাপাশি মসজীদের মুয়াজ্জিন এবংগ্রাম্য মোক্তবের শিক্ষকতার কাজ করতেন। সংসারটা ভালভাবে…বিস্তারিত দেখুন...
একুশ খালী মুখের শূন্য বুলী, একুশ আসলেই খুশিতে যেন নাচে বনমালী। একুশ নামের পুঁজি করে কেউবা মারে হাম্বা, ব্যথিত হয়ে কেউবা কাঁদে ধরে ঘরের খাম্বা। একুশের দাবী হবে কি পূরন হে বাঘা বাঙ্গালী? না একুশের মুখে মাখাবী তোরা সদা চুন কালী? বায়ান্ন হতে বিংশ বিশেও হ…বিস্তারিত দেখুন...
রেগ না তুমি তুমি রেগে লাল হয়ো না আর, বলব না আর কোনো কথা তার। সে যে তোমার আলোক বাতি, উন্নয়নের গোপন সিঁড়ি। বোকা আমি তাই না জানি কিছু, ছুটি কেবল তোদের পিছু পিছু। এক ইসারায় যায় যা কিছু বুঝা, মিথ্যে কেন চাপাই বোঝা? গরম চায়ে শীতের দিনে, ভালোবাসার গভীর টানে। আবার আস…বিস্তারিত দেখুন...
অমর ২১শে বুকের রক্তে লেখা, অমর ২১শের স্মৃতি কথা। করি সেই শহীদের স্মরণ, যারা দিয়েছিল হেসে প্রাণ, রাখিতে মাতৃভাষার সন্মান। আজও রক্ত মাখানো দেখো, আমতলার পাষানের গায়ে। ধন‍্য তোমরা শফিক ভাইরা, শহিদ হলে মাতৃভাষার তরে। মনের কথা মায়ের ভাষায়, এমন সুখ আর পাই কোথায়। অম…বিস্তারিত দেখুন...