hsc exam result

HSC, Alim, BM, DIBS ও কারিগরি বোর্ডের অন্যান্য সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে বুধবার, ১৩ই আগষ্ট ২০১৪ তারিখে। ফল প্রকাশিত হওয়ার সময় শিক্ষা বোর্ডের ওয়েবসাইটটি অবশ্যই ডাওন বা বন্ধ হয়ে যায়। প্রতি বছর যে দৃশ্য দেখে আসছি এ বছরও তার ব্যতিক্রম হবে না নিশ্চই। তাই দ্রুত ফলাফল দেখার জন্য যে কয়েকটা পদ্ধতি আছে তার সবগুলি শেয়ার করছি।


১. বিগত বছরগুলির অভিজ্ঞতা থেকে বলছি সবার আগে আপনার পরীক্ষার ফলাফল জানার জন্য একটু কষ্ট করে আপনি যেই প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিয়েছে সেই উপজেলা শিক্ষা অফিসে চলে যান। কারন শিক্ষা অফিস থেকেই সবার আগে ফলাফল পাওয়া সম্ভব (যদিও রেডিও টেলিভিশনে না করে দেয়)। কারন ফলাফল প্রকাশ করার যে সময় বোর্ড নির্ধারন করে দেয় তার কয়েক ঘন্টা আগেই ফ্যাক্সের মাধ্যমে তারা পুরো উপজেলার ফলাফল পেয়ে যায়। এবং প্রভাবশালীদের চাপে বা অতিউৎসাহ বসত তারা সরকারের নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা আগেই প্রকাশ করে দেয়।


২. শিক্ষা বোর্ডের ওয়েব সাইট ডাওন থাকা সত্বেও যদি গুঁতিয়ে গুঁতিয়ে কোন ভাবে সাইটটি একবার লোড করতে পারেন তাহলে সবার জন্য সার্ভার ডাওন থাকলেও সারা দিন আপনি রেজাল্ট দেখতে পারবেন। তবে একটু কৌশুলী হবে অর্থাৎ রোল নাম্বার দিয়ে সাবমিট করার সময় সাইট ডাউন হয়ে গেলে রিলোড না দিয়ে ব্রাউজার থেকে ব্যাকে গিয়ে আবার সাবমিট চাপবেন।


যেসকল লিংকে ফলাফল পেতে পারেন (ক্লিক করুন):
এখানে ট্রাই করতে পারেন
অথবা এখানে ট্রাই করেন
অথবা শিক্ষা বোর্ডের মূল সাইটে দেখুন

 

৩. যে কোনো মোবাইল সংযোগ থেকে এসএসএম করে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল জানতে পারেন নিম্নের পদ্ধতি অনুসরণ করে। তবে বেশির ভাগ সময়ই এরা সারা দেয় গন্ডারের চামড়ার মত। যেমন আগের বছর কাতুকুতু দিলে পরের বছর টের পায়। তেমনি আপনি এদেরকে সকালে এসএমএস পাঠালে রাতেও আপনার ফলাফল পেতে পারেন, কখনো কখনো পরের দিন। তবে বিড়ালের ভাগ্যে শিকে ছিঁড়লে তৎক্ষনাত রেজাল্ট পেয়ে যাবেন।


এইচএসসি:
HSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> 2014 লিখে 16222 নম্বরে এসএমএস পাঠাতে হবে।
উদাহরণ: HSC DHA 125233 2014


আলিম:
ALIM <স্পেস> MAD <স্পেস> রোল নম্বর <স্পেস> 2014 লিখে 16222 নম্বরে এসএমএস পাঠাতে হবে।
উদাহরণ: ALIM MAD 125233 2014


এইচএসসি ভোকেশনাল:
HSC <স্পেস> TEC <স্পেস> রোল নম্বর <স্পেস> 2014 লিখে 16222 নম্বরে এসএমএস পাঠাতে হবে।


উদাহরণ: HSC TEC 125233 2014


ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেয়া হবে।

hsc result 2014 new

এ বছর ২ হাজার ৩৫২টি কেন্দ্রে ৮ হাজার ১০৪টি প্রতিষ্ঠানের ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন।

জ্ঞানের আলোয় আলোকিত হোক তোমাদের সবার জীবন।

 

আলোরমেলার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন।

লেখক পরিচিতি
আলোরমেলা
আমি বিশ্বাস করি প্রত্যেক সুশিক্ষিত ব্যাক্তি মাত্রই স্বশিক্ষিত। আধুনিক ভার্চ্যুয়াল যুগে স্বশিক্ষত হওয়ার আধুনিক ও উন্মুক্ত পাঠশালা হচ্ছে ব্লগিং প্লাটফর্ম সমুহ। তারই ধারাবাহিকতায় আপনার অর্জিত জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দিতে ও আপনার সুশিক্ষার মাধ্যমে প্রতিষ্ঠি সাফল্যের সিঁড়ি সবার সামনে স্থাপন করে নবাগতদের আগামীর পথ চলচলা সহজ করার জন্যই প্রতিষ্ঠা করা হয়েছে স্বাধীন গনমাধ্যম আলোরমেলা বাংলা ব্লগ। যেখানে জ্ঞান পিপাসীগন শিখবেন এবং অন্যদের শিখাবেন।
আমার ব্লগ সমুহ:

আপনার মতামত দিন