সরকারী কোন প্রশাসনে কি কাজ তা হয়ত আমরা অনেকেই জানিনা। যা আমাদের জানা থাকা দরকার। বিশেষ করে বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষার জন্য জানতে হবে। তাই আজকের এ আয়োজন উপজেলা প্রশাসনের কার্যাবলী নিয়ে।

এক নজরে দেখে নিন উপজেলা প্রশাসনের কার্যাবলীঃ-

১. ইউনিয়ন পরিষদ সংক্রান্ত সাধারন কার্যাবলী।

২. ইউ,পি কর্মচারীদের বেতন ভাতাদিসহ অন্যান্য তথ্যবলী।

৩. জন্ম নিবন্ধন সংক্রান্ত মনিটরিং কার্যাবলী।

৪. স্যানিটেশন সংক্রান্ত মনিটরিং কার্যাবলী।

৫. হাটবাজার ইজারা সংক্রান্ত তথ্য।

৬. সায়রাত মহল ইজারা সংক্রান্ত তথ্য।

৭. বিভিন্ন ক্রিড়া সংস্থা/শিশু একাডেমী সংক্রান্ত কার্যক্রম।

৮. বে-সরকারী স্বেচ্ছাসেবী সংগঠন (এনজিও) দের কার্যক্রমের সমন্বয় তথ্য।

৯. প্রতিবন্ধী/উপজাতীসহ বিভিন্ন সনদ সংক্রান্ত কার্যক্রম।

১০. খাস অর্পিত পরিত্যক্ত সম্পত্তি ইজারা বন্দোবস্ত সংক্রান্ত কার্যক্রম মনিটরিং তথ্য।

১১. ভূমি উন্নয়ন কর সংক্রান্ত আবেদন।

১২. সার বিতরন মনিটরিং কার্যক্রমের তথ্য।

১৩. উপজেলা প্রশাসনের কর্মকর্তা/কর্মচারীদের তথ্যাবলী।

১৪. উপজেলা পর্যায়ে বিভিন্ন বিভাগীয় র্কাক্রমের সমন্বয় সংক্রান্ত তথ্য।

১৫. বিভিন্ন আইন শৃঙখলা সংক্রান্ত তথ্য।

১৬. বিভিন্ন দ্রব্যের লাইসেন্সের আবেদন সংক্রান্ত তথ্য।

১৭. মুক্তিযোদ্ধা সংক্রান্ত তথ্য।

১৮. বিভিন্ন অফিযোগের ব্যবস্থা গ্রহন সংক্রান্ত তথ্য।

১৯. এমপিও ভুক্ত বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের বেতন ভাতাদির কার্যাবলী।

২০. সকল প্রকার পাবলিক পরীক্ষার কার্যক্রম।

২১. বিভিন্ন জাতীয় দিবস্উদযাপনে বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় সংক্রান্ত তথ্য।

২২. ইউ,,প ও উপজেলা পরিষদের উন্নয়নমূলক প্রকল্পের মনিটরিং কার্যাবলী।

২৩. শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অভিযোগের বিষয় ব্যবস্থা গ্রহন।

২৪. বিভিন্ন আবেদন/ অভিযোগ /সরকারী আদেশ ও পত্রাদি গ্রহন ও বিতরন সংক্রান্ত তথ্য।

২৫. জাতীয় বিজয়/স্বাধীনতা দিবস উদযাপন সংক্রান্ত কার্যাবলী।

২৬. উপজেলা প্রশাসনের নিয়োজিত কর্মচারীদের ব্যক্তিগত তথ্যাবলী।

২৭. সরকারী মালামাল আনায়ন ও বিতরন সংক্রান্ত তথ্য।

২৮. উপজেলা যানবাহন সংক্রান্ত কার্যাবলী।

২৯. মসজিদ/মন্দিরসহ বিভিন্ন উপসানালয় সংক্রান্ত কার্যাবলী।

৩০. বিভিন্ন ক্লাব,সমিতি ,পাঠাগার ও স্বেচ্ছাসেবী সংস্থার সরকারী সাহায্য মঞ্জুরী সংক্রান্ত কার্যাবলী।

৩১. সরকারী পাওনা আদায়ের সার্টিফিকেট মামলা সংক্রান্ত কার্যাবলী।

৩২. বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও ত্রান বিতরন কার্যক্রম সংক্রান্ত তথ্যাবলী।

৩৩. টি,আর, কাবিখা, ভিজিডি, ভিজিএফ, কার্যক্রম সংক্রান্ত তথ্যাবলী।

৩৪. প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের আবেদন গ্রহন ও ব্যবস্থা সংক্রান্ত তথ্যাবলী।

৩৫. প্রাকৃতিক দুর্যোগে সরকারী সাহায্য মঞ্জুরী সংক্রান্ত তথ্যাবলী।

৩৬. সরকারী পাওনা আদায়ে আবেদন বিষয়ে কার্যক্রম।

৩৭. বিভিন্ন সারর্ফিকেট মামলার নোটিশ জারীর কার্যক্রম গ্রহন।

৩৮. বন্যা ও প্রাকৃতির দূর্যোগ ও সংক্রান্ত তথ্য।


আপনার মতামত দিন