-►প্যান্ট এমন ভাবে পরবে যা দেখে ভয় লাগে, কখন জানি বিপদসীমার নীচে চলে যায়।

-►হাতে মেয়েদের মত ব্রেসলেট / চুড়ি থাকবে, 

-► গলায় থাকবে ঋষি মালা। পুলিশের হ্যান্ডকাফ বা মোটা দড়ি বা লোহার শিকল জাতিয় কিছুও ব্যবহার করা যেতে পারে।

-►২-৩ বছরেও চুল কাটবে না। ইলেকট্রিক শক খাওয়ার মত চুল রাখবে। মাথায় ২-৩টি মোরগ ঝুটিও থাকতে পারে।

-►দেখতে ভিনগ্রহের চিরিয়াখানা থেকে বের হয়ে আসা প্রানী বলে মনে হবে। ভিখিরী বা ফকিরা ফকিরা ভাব থাকবে।

-►স্মার্টনেসের অংশ হিসেবে ফটকাবাজিতেও থাকবে ভাল পারফরমেন্স।

-►পরিশেষে, এমন Monkey Fashion দেখতে কষ্ট করে চিড়িয়াখানায় যাওয়া লাগে না। স্কুল-কলেজ থেকে শুরু করে হাটে, ঘাটে মাঠে সর্বত্রই এদের নিরাপদ বিচরন ক্ষেত্র। আমাদেরকে নির্মল বিশুদ্ধ বিনোদন দিতে এদের জুড়ি নেই।

 

বি দ্রঃ এগুলি স্মার্টনেস নয়। ফ্যাশনের নামে উগ্রতা বন্ধ করুন। পোষাকে ও চাল-চলনে আপনার চারিত্রিক বৈশিষ্ট প্রকাশ পায়। তাই রুচিশীল ও মানসম্মত পোষাক পরিধান করুন।

মেয়েরাও পিছিয়ে নেই কিছু কিছু ক্ষেত্রে আরও দুই ধাপ এগিয়ে গেছে। রুচিশীলতা সবাইকে শিখানো যায় না নিজে থেকে শিখতে হয়। তাই কথাগুলি সবার জন্যেই প্রযোজ্য।

লেখক পরিচিতি
অচলা
Author: অচলা
জন্মের পর থেকেই যার চারপাশে দাগ দিয়ে চলার সীমানা এঁকে দেয়া হয়েছে, বিধি-নিষেদের প্রাচীরের অভ্যন্তরেই পার হয় যার জীবন, সেই বাঁধার দেয়ালকে ভেঙে দেয়ার ইচ্ছাতেই সমমনা লোকদের যাতয়াত ক্ষেত্র বাংলা ব্লগ জগতে অচল পথিক ‘অচলা’ র পথচলা।
আমার ব্লগ সমুহ:

আপনার মতামত দিন