আলোরমেলা ব্লগের নীতিমালা (পরীক্ষামূলক)
 

১. সাধারণ নিয়ম এবং প্রত্যাশা

 

১.  । বাক স্বাধীনতা প্রসঙ্গ:

আলোর মেলা একটি উন্মুক্ত ব্লগ প্লাটফর্ম, যেখানে সবাই তাদের চিন্তামতামত,সৃজনশীলতা বিনিময় করতে পারবে। চিন্তাধারা যতই চরম-পন্থী (radical) কিংবা রক্ষণশীল (conservative) হোক না কেনতার স্বাধীন মত প্রকাশকে আমরাসবসময় সমর্থন করি। তবে অবশ্যই কোন রাষ্টীয় আইন বা অন্যের ব্যাক্তি স্বাধীনতা লঙ্ঘন করে অথবা কোন ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বা বিশেষগোষ্ঠীর বিরুদ্ধে আক্রমনাত্বক লেখা প্রকাশ করা যাবে না

 

১.  । নিয়মভঙ্গ প্রসঙ্গে:

কোন ব্লগার নিয়ম ভঙ্গ করলে প্রয়োজনে বিনা নোটিশে তাকে আলোরমেলা থেকেব্যান করা হতে পারে।

. যেসকল কারণে আমরা পোস্ট কিংবা ছবি মুছে দিতে পারি:

 

২. ক । যেকোন ধরণের মন্তব্যযার মর্মার্থ আমাদের কাছে গঠনমূলক না হয়ে সংঘাতপ্রয়াসী / উস্কানীমূলক অথবা সমালোচনামূলক না হয়ে ব্যক্তিগত আক্রমণ মনে হলে

২. খ । ব্লগের ১ম পাতার বৈচিত্র রক্ষার্থে একই বিষয়ে বহু সংখ্যক পোস্ট থাকলে তার কয়েকটি অথবা সবগুলোই সরিয়ে দিতে পারি।

২. গ । অন্য কোন পোস্টের বক্তব্য নিয়ে নতুন পোস্ট কিংবা ব্যক্তিগত আক্রমনাত্মক পোস্ট আমরা আলোর মেলা থেকে সরিয়ে দিতে পারি। আমরা কোন পোস্টের প্রত্যুত্তরে নতুন পোস্ট না লিখে মূল পোস্টে মন্তব্যকেই উৎসাহিত করতে চাই

২. ঘ । যদি কোন ব্লগার অথবা কোন গ্রুপ স্বল্প সময়ের মধ্যে বহুসংখ্যক পোস্ট দিতে শুরু করেনযা প্রথম পাতায় প্রভাব বিস্তার করতে থাকে (যাকে আমরা ফ্লাডিং বলে জানি) সেসব পোস্ট সরিয়ে দিতে পারি । যাতে করে সব লেখকের পোস্ট প্রথম পাতায় সমানভাবে স্থান পায়

২. ঙ । কোন এক শ্রেণীর অনুভূতিকে আঘাত করেএমন কোন ঘৃণাত্মক পোস্ট অথবা মন্তব্যপূর্ণ পোস্ট 

২. চ । কোন পণ্য কিংবা সেবা বিষয়ে তথ্যভিত্তিক পোস্ট না দিয়ে তার বিজ্ঞাপণমূলক পোস্ট 

২. ছ । যদি প্রথম পাতা পূর্ণ করার উদ্দেশ্যে কেউ অহেতুকএকাধিকবার ব্যবহৃত বা মডারেটরের কাছে দুর্বোদ্ধ শব্দ,ভাষা কিংবা বাক্য পোস্ট করেন 

২. জ । বাংলাদেশের সমাজে অশ্লীল গন্য হতে পারে এমন ছবিযুক্ত পোস্ট 

২. ঝ । যে কোন ধরণের পোস্ট যা দেশের প্রচলিত আইন ভঙ্গ করে বা দেশের ক্ষতি করতে পারে এমন কোন তথ্য প্রদান করে। দেশের আইনের সাথে পোস্ট কিংবা ছবির কন্টেন্ট সঙ্গতিপূর্ণ না হলে

২. ঞ । যদি পোস্ট কিংবা ছবিতে ব্যক্তি আক্রমণহয়রানিমূলককুৎসা রটনামূলকঅশ্লীলতাকুরুচিপূর্ণআপত্তিকরগালিগালাজ এবং পর্ণগ্রাফি সম্বলিত বক্তব্য কিংবা বিষয় থাকে

২. ট । যদি কোন পোস্ট কিংবা ছবিতে অন্য কারো ব্যক্তিস্বার্থ ক্ষুন্নকারী কিংবা একান্ত ব্যক্তিগত তথ্য থাকে

২. ঠ । যেকোন ধরণের কল্পিত বা মিথ্যা পোস্ট বিশৃঙ্খলা তৈরীর উদ্দেশ্যে খবরের আকারে প্রকাশ করা হলে 

২. ড । অন্য কোন সাইটের কিংবা ব্লগের আপত্তিকর কন্টেন্ট দেখার লিংক সম্বলিত পোস্ট

২. ঢ । যদি কোন পোস্টে কোন ব্যক্তি বা গ্রুপের ছবি অনুমতি ব্যতিরেকে ব্যবহৃত হয় এবং সে বিষয়ক তথ্য আমাদের কাছে আসেআমরা ছবি সরিয়ে দিবো বিষয়টির স্থায়ী কোন সমাধান না হওয়া পর্যন্ত

২. ণ । যদি কোন পোস্টে সন্নিবেশিত তথ্য কিংবা বিষয় অথবা নির্দেশনা সমাজ এবং ব্লগ কমিউনিটির জন্য হুমকি স্বরূপ হয়

২. ত । যদি কোন পোস্টে এমন কোডভাইরাসকোন বিশেষ নির্দেশনা কিংবা প্রোগ্রাম থাকে যা আলোর মেলা ব্লগের কার্যক্রমের প্রতি হুমকীস্বরূপ কাজ করবে

২. থ । যদি কোন পোস্টে প্রকাশিত রেফারেন্স এবং কপিরাইট সম্বলিত তথ্য অনুমতি ছাড়া দেয়া হয়

২. দ । বাংলাদেশ অথবা যে কোন স্বীকৃত জাতি বা দেশের স্বাধীনতাসার্বভৌমত্ব,ইতিহাসধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করেবিরুদ্ধাচারণ করেঅসম্মান করে অথবা সত্যের অপলাপ বা অর্থহীন পোস্ট মুছে ফেলা হতে পারে এবং ব্লগারের ব্লগিং সুবিধা সাময়িক অথবা স্থায়ীভাবে স্থগিত কিংবা বাতিল করা হতে পারে 

. যেসকল কারণে আমরা কোন ব্লগারকে কিংবা কোন ব্লগ সাময়িকভাবে অথবা চিরতরে বন্ধ করে দিতে পারি:

 

৩.  । যদি তাদের নিক অশ্লীলকুরুচিপূর্ণআপত্তিকর হয়

৩.  । যদি তাদের ইমেইল এড্রেস অশ্লীলকুরুচিপূর্ণআপত্তিকর হয়

৩.  । যদি তারা ২ এর নীতিমালাগুলো বারবার ভঙ্গ করতে থাকেন

৩.  । যদি কোনো ব্লগারের প্রথম পোস্ট ব্যক্তি আক্রমনাত্মক হয় কিংবা আমরা বুঝতে পারি যে নিক-টি কেবল ব্লগ সম্প্রীতি নষ্ট করবার জন্যই তৈরী করা হয়েছে

৩.  । যদি কোন ব্লগার ছবি কিংবা লেখার মাধ্যমে অন্য কোন ব্লগার হিসেবে নিজেকে দাবী করেন বা উপস্থাপন করেন । আমরা যদিও এক ব্যক্তির একাধিক নিক রেজিষ্ট্রেশন সাপোর্ট করি কারণ অনেক লেখকই ছদ্ম নামে লেখালেখি পছন্দ করেন । কিন্ত কোন ব্লগার যদি তার লেখার মাধ্যমে সুস্পষ্ট ভাবে প্রমাণ করেন যে তার একাধিক নিক রয়েছে এবং তা ব্লগের পরিবেশকে অশান্ত করে তাহলে তাকে আমরা বিবেচনার মাধ্যমে ব্যান করতেও পারি 

৩.  । যদি কোন ব্লগার অন্য একজন ব্লগারের ব্লগে ব্যক্তি আক্রমণঅপমানজনক,অশ্লীলকুরুচিপূর্ণআপত্তিকরগালি সম্বলিত মন্তব্য করেন

৩.  । যদি কোন ব্লগার অন্য কাউকে হেয় করবার উদ্দেশ্য নিয়ে কোন নিক রেজিস্টার করে

৩.  । যদি আমরা কোন ব্লগারের ব্যাপারে সুনির্দিষ্ট প্রমাণ পাই যেসে ব্লগের পরিবেশ বিনষ্ট করতে একাধিক নিক ব্যবহার করেব্লগের পরিবেশ রক্ষা করতে তার নিয়মিত নিকটিসহ সবগুলো ব্যান করা হবে

. মন্তব্য মডারেশন বিষয়ে:

 

৪.  । আমরা আশা করবো যেকোন পোস্টের মন্তব্য সেই পোস্টের লেখক নিজস্ব দায়িত্বেই নিয়ন্ত্রন করবেন। কর্তৃপক্ষ কোন সুনির্দিষ্ট অভিযোগ না পাওয়া পর্যন্ত কোন পদক্ষেপ নিবেনা। আমরা আশা করবো ব্লগার নিজ দায়িত্বেই আপত্তিকর মন্তব্য মুছে ফেলবেন 

৪.  । যদি কোন ব্লগের মন্তব্যে ব্যক্তি আক্রমণঅপমানজনকঅশ্লীলকুরুচিপূর্ণ,আপত্তিকরগালি সম্বলিত উপাদান থাকে তাহলে ব্লগ লেখকের অনুমতি ছাড়াই সেই মন্তব্য মুছে দিতে পারি 

. পোষ্ট বা মন্তব্যের দায়:

 

৫. ক । আলোর মেলায় লিখিত কোন পোষ্ট বা মন্তব্যের জন্য আলোর মেলাকতৃপক্ষ কোন দায় বহন করবে না।

৫. খ । আলোর মেলায় লিখিত সকল পোষ্ট বা মন্তব্যের সকল দায় দায়িত্ব সংশ্লিষ্টপোষ্ট বা মন্তব্যের লেখকের।

           

শেষ কথা:

আলোর মেলা... দায়িত্বশীল স্বাধীনতায় বিশ্বাস করে। উপরে উল্লেখিত নীতিমালা কেবল বিশেষ ক্ষেত্রেই ব্যবহার করা হবে। আমরা কারো বাক বা চিন্তা স্বাধীনতার পথে বাঁধা হয়ে দাঁড়াতে চাই না। চিন্তার সংঘাত কিংবা সমালোচনা একটি ব্লগিং কমিউনিটিতে থাকতে পারে কিন্তু যখন এই সংঘর্ষচিন্তা কিংবা আদর্শের গন্ডী পেরিয়ে ব্যক্তি সংঘর্ষে রূপ নেয় তখন আর তা সুস্থ্ পরিবেশের পরিচায়ক হয় না। এই ব্লগ সাইটের পরিবেশ ব্লগাররাই ঠিক করে নেবেআমরা কতিপয় কুরূচিপূর্ণ ব্লগারকে একটি সুস্থ সাবলীল ব্লগ কমিউনিটিকে প্রভাবিত করতে দিতে পারি না। যে সব পোস্ট আপত্তিকর এবং কেবলি সংঘাত তৈরির উদ্দেশ্যে লেখাব্লগাররা তা এড়িয়ে যাবেন কারণ এগুলো সম্বন্ধে বেশি আলোচনার অর্থ হলো এ ধরণের নোংরা পোস্টের গুরুত্ব বাড়িয়ে দেয়া । আমরা আশা করিসকলে তাদের ধৈর্য্য-সহমর্মিতা দিয়ে সংঘাত দূর করবেন এবং আমাদের জাতির উন্নয়নে সবচেয়ে প্রয়োজন যে একতার তা অর্জন করবেন। শুভ হোক ব্লগীং! 

 
লেখক পরিচিতি
আলোরমেলা
আমি বিশ্বাস করি প্রত্যেক সুশিক্ষিত ব্যাক্তি মাত্রই স্বশিক্ষিত। আধুনিক ভার্চ্যুয়াল যুগে স্বশিক্ষত হওয়ার আধুনিক ও উন্মুক্ত পাঠশালা হচ্ছে ব্লগিং প্লাটফর্ম সমুহ। তারই ধারাবাহিকতায় আপনার অর্জিত জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দিতে ও আপনার সুশিক্ষার মাধ্যমে প্রতিষ্ঠি সাফল্যের সিঁড়ি সবার সামনে স্থাপন করে নবাগতদের আগামীর পথ চলচলা সহজ করার জন্যই প্রতিষ্ঠা করা হয়েছে স্বাধীন গনমাধ্যম আলোরমেলা বাংলা ব্লগ। যেখানে জ্ঞান পিপাসীগন শিখবেন এবং অন্যদের শিখাবেন।
আমার ব্লগ সমুহ: