একদিন দিয়েছিলে যেই ভালোবাসা ,
ভুলে গেছ আজ তার ভাষা !
জানি আমি, - তাই
আমিও ভুলিয়া যেতে চাই
একদিন পেয়েছি যে ভালোবাসা
তার স্মৃতি - আর তার ভাষা ;
পৃথিবীতে যত ক্লান্তি আছে ,
একবার কাছে এসে আসিতে চায় না আর কাছে
যে - মুহূর্তে; -
একবার হয়ে গেছে, তাই যাহা গিয়েছে ফুরায়ে
একবার হেঁটেছে যে, - তাই যার পায়ে
চলিবার শক্তি আর নাই ;
সবচেয়ে শীত , - তৃপ্ত তাই ।

কেন আমি গান গাই ?
কেন এই ভাষা
বলি আমি ! - এমন পিপাসা
বার - বার কেন জাগে !
প'ড়ে আছে যতটা সময়
এমনি তো হয় ।
JAnando-346x400 


মন্তব্যসমুহ  
সাদিয়া আক্তার
0 # সাদিয়া আক্তার 2019-01-20 18:06
ভালো লাগল কবিতা টি পড়ে
প্রতিউত্তর
Chondona
0 # Chondona 2020-05-20 22:11
অসাধারণ একটি কবিতা , অনেক ধন্যবাদ ।
প্রতিউত্তর
আপনার মতামত দিন