মাইগ্রেন হলে মাথায় প্রচন্ড ব্যথার আক্রমণ হয় হঠাৎ হঠাৎ। বিভিন্ন কারণেই এ ব্যথার আক্রমণাত্মক প্রবণতা বাড়ে। বিশেষ কোন এ্যালর্জিক খাবার-যেমনঃ পনির, কলিজা, কলা, চকোলেট, ঈষ্ট। রাতজাগা, ঘুমের অনিয়ম। মাসিকের সময়, জন্ম নিয়ন্তণ বড়ি। অতিরিক্ত টেনশন বা মানসিক দুশ্চিন্তা। অতিরিক্ত পরিশ্রম। বিশেষ কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া। এই বিষয়গুলো লক্ষ্য করে চললে এবং মেনে চললে মাইগ্রেনের রোগীরা মাইগ্রেনের দুঃসহ যন্তণা থেকে অনেকটাই রক্ষা পাবেন।

মাইগ্রেন জীবনবিনাশী রোগ নয়, তবে সুখবিনাশী। প্রতিরোধই হলো এর কার্যকর চিকিত্সা। পুরোপুরি প্রতিকার সম্ভব নয়।

ডাঃ গুলজার হোসেন উজ্জ্বল
দৈনিক ইত্তেফাক


আপনার মতামত দিন