চলার পথে রুদের মাঠে,
বৃষ্টি ঝরা অন্ধকারে-
মাথার উপর থাকবে ছাতা,
- হয় যদি বা ধূলো মাখা।
নিভলে আলো সবই ছায়া,
মিথ্যে হবে তোমার মায়া।
মিষ্টি সুরের কোকিল পাখি,
জন্মটা কি তার মনে রাখি?
জন্ম ছিল কাকের বাসায়,
বেঁচে উঠার প্রবল আশায়!
ঝড়ের চুটে ভাঙল বাসা,
ফুরিয়ে গেল সকল আশা।
স্নেহ ভরে পুষা পাখি-
কুহু ডেকে দিল ফাঁকি।
কাক মায়ের ঐ হৃদয় জানি,
দুঃখ পেল অনেক খানি!
- লিখেছেন: Madhu Mangal Sinha
- ক্যাট্যাগরি: গল্প ও কবিতা
- পোষ্টটি দেখা হয়েছে: 3511 বার
Read more...