16996149 1784932181829180 527702617291400412 n

তুমি রেগে লাল হয়ো না আর,
বলব না আর কোনো কথা তার।
সে যে তোমার আলোক বাতি,
উন্নয়নের গোপন সিঁড়ি।

বোকা আমি তাই না জানি কিছু,
ছুটি কেবল তোদের পিছু পিছু।
এক ইসারায় যায় যা কিছু বুঝা,
মিথ্যে কেন চাপাই বোঝা?

গরম চায়ে শীতের দিনে,
ভালোবাসার গভীর টানে।
আবার আসা তোমার পাশে,
অভিমানের চাদর খসে।


মন্তব্যসমুহ  
rassel
+1 # rassel 2017-11-19 01:18
সুন্দর । ভালোলাগলো ।
প্রতিউত্তর
সাদিয়া আক্তার
0 # সাদিয়া আক্তার 2019-01-20 18:13
কি সুন্দর প্রেমের কবিতা
প্রতিউত্তর
আপনার মতামত দিন