amশুরু হতে যাচ্ছে ৩৪ তম বিসিএস এর মৌখিক পরীক্ষা। পরীক্ষার্থীদের ভাইভায় যাওয়ার আগে তথ্যগুলো অবশ্যই জেনে নেওয়া উচিৎ।

1) ভাইভার তারিখ (খ্রিস্টাব্দ, বঙ্গাব্দ ও হিজরি).

2) ভাইভা যে মাসে হচ্ছে সেই মাসের গুরুত্বপূর্ণ তারিখ ও দিবসগুলো।

3) ভাইভার তারিখটি কোনো বিশেষ দিবস হলে, সেই দিবসের আদ্যপান্ত জেনে নিন।

4) আপনার জন্মতারিখ (খ্রিস্টাব্দ, বঙ্গাব্দ ও হিজরি)

5) আপনার জন্ম যে সালে সেই সালের গুরুত্বপূর্ণ ঘটনাবলী।

6) আপনার জন্ম যে মাসে সেই মাসের গুরুত্বপূর্ণ তারিখ ও দিবস কি কি ?

7) আপনি যে সাবজেক্টের হোন না কেন এবং আপনার ক্যাডার পছন্দক্রম যাই হক না কেন, যেকোনো বিষয়ে ২/৪ মিনিট ইংরেজিতে কথা বলার অভ্যাস করুন। কারণ বিসিএস-এর ভাইভাতে ইংরেজিতে কথা বলতে পারাটাকে বিশাল একটা যোগ্যতা হিসেবে ধরা হয়।

8) আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়েছেন সেগুলো সম্পর্কে খুঁটনাটি মাথায় রাখুন। ''আপনার হাই স্কুলের প্রধান শিক্ষক কে ছিলেন ?'' এমন প্রশ্নও বিসিএস-এর ভাইভাতে করা হয়েছে।

9) আপনার নাম এর অর্থ, সমার্থাক শব্দ, বিপরীত শব্দ এবং আপনার নাম এর সাথে মিল অথবা আংশিক মিল আছে এমন ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

10) আপনার নিজস্ব এলাকার চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ADC, DC, OC, SP, বিভাগীয় কমিশনার ইত্যদি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম এবং পূর্বে কে ছিলেন ? অবশ্যই জেনে যাবেন।


আপনার মতামত দিন