আমি নিঃসঙ্গ উদভ্রান্ত নিঃস্ব এক মুসাফির,
তিলে তিলে সঞ্চিত বুকভরা ব্যথায় অধীর।
কাল সাপের ঐ বিষাক্ত বাতাস করেছে ভর,
কে আপন আর কে পর সবই আমার ডর।
আমি কোন অপশক্তির স্নায়ু যুদ্ধের শিকার,
তছনছ করে দিচ্ছে সব যেন বিক্ষুব্ধ ঝঞ্জার।
মনে হচ্ছে আমার খুব পাশে থেকে করছে আক্রমণ,
তাদের তরে করতে হবে যেন সবই আমার সমর্পন।
ওর অলক্ষ্য বুলেটে ঝাঁজরা হয়ে যাচ্ছে বক্ষ পিঞ্জর,
নাই কোন প্রতিবাদের ক্ষমতা না আছে কোন খঞ্জর।
আমি পরাজিত জুলুমের কাছে অসহায় এক মজলুম,
আপনের চাইতে আপনারা করেছে আমার প্রতি জুলুম।
আসমানের নীচে জমিনের উপরে যেন বড়ই আমি একা,
নেক আমল ছাড়া সঞ্চিত জীবনের সবই আমার ফাকা
আঘাতে আঘাতে অপমৃত্যুর হাতছানী দিচ্ছে যেন ডাক,
বলো কে হবে দায়ী ওরাই সাজবে সন্যাসী দিবে হাক।

আপনার মতামত দিন